Powerful Women Of India: ভারতের প্রভাবশালী ২১ মহিলা, তাঁদের একজন এই আশাকর্মী! চমকে ওঠার মতো কর্মজীবন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Powerful Women Of India: ফোর্বস ম্যাগাজিনের বিচারে ভারতের ২১ জন প্রভাবশালী মহিলার তালিকায় জায়গা পেলেন ওড়িশার সুন্দরগঢ় জেলার বরাগাঁওয়ের গর্গাদবহলের আশাকর্মী মাতিলদা কুল্লু।
advertisement
1/6

ভারতের ২১ জন প্রভাবশালী মহিলার তালিকায় একজন আশাকর্মী! এও সম্ভব? হ্যাঁ, সম্ভব। ফোর্বস ম্যাগাজিনের বিচারে ভারতের ২১ জন প্রভাবশালী মহিলার তালিকায় জায়গা পেলেন ওড়িশার সুন্দরগঢ় জেলার বরাগাঁওয়ের গর্গাদবহলের আশাকর্মী মাতিলদা কুল্লু।
advertisement
2/6
কিন্তু কী করেছেন এই মহিলা? জানা গিয়েছে, আশাকর্মী মাতিলদা কুল্লুর তত্ত্বাবধানে থাকা গর্গাদবহলের গোটা গ্রামই ছিল কালোজাদুর উপর ভরসা করে। সামান্য শরীর খারাপ হলেও হাসপাতালে যেতেন না কেউ। সকলেরই ভরসা ছিল কালোজাদু। কিন্তু সেই গ্রামেরই ভোল বদলে দেন কুল্লু।
advertisement
3/6
১৫ বছর আগে যখন মাতিলদা কুল্লু প্রথমবার ওই গ্রামে গিয়েছিলেন, তখন তাঁকে নিয়ে কম হাসিঠাট্টা হয়নি। কিন্তু নিজের লক্ষ্য স্থির করে ফেলেছিলেন মাতিলদা কুল্লু। বরং সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। তাঁর কথায়, এখানে মানুষ ভাবতেই পারত না হাসপাতাল বলেও কিছু আছে। তাঁদের ভরসা ছিল ওঝা আর কালোজাদু। চিকিৎসা বিজ্ঞানের প্রতি তাঁদের কোনও ভরসা ছিল না।
advertisement
4/6
তবু হাল ছাড়েননি মাতিলদা কুল্লু। নিয়মিত গ্রামে গিয়ে বুঝিয়েছেন। লোকের উপহাসের পাত্র হয়েও পিছিয়ে যাননি। এমনকী বর্ণবাদের কটাক্ষের মুখে পড়েও নিজের কাজে অবিচল থেকেছেন। শেষমেশ ধীরেধীরে এসেছে সাফল্য।
advertisement
5/6
সকাল বেলা বাড়ির কাজকর্ম সেরে সাইকেলে নিয়ে বেরিয়ে পড়েন মাতিলদা কুল্লু। গ্রামের বাড়ি-বাড়ি যান, বোঝান। ধীরে ধীরে গোটা গ্রামের কাছেই ভরসার নাম হয়ে ওঠেন তিনি। করোনার সময়ও তাঁর কাজের কথা ছড়িয়ে পড়েছিল দিকে-দিকে।
advertisement
6/6
করোনার উপসর্গ দেখা দেওয়া মানুষজনের কাছে পৌঁছে যেতেন তিনি। বোঝাতেই পরীক্ষা করিয়ে চিকিৎসা করাতে হবে। এইভাবেই এক আশাকর্মী হয়ে উঠলেন বহু মানুষের মহিসা। আর সেই তিনিই হয়ে উঠলেন দেশের ২১ প্রভাবশালী মহিলার একজন।