advertisement
1/4

আয়কর বিভাগের রিয়েল টাইম বেসিসে ই-প্যান জারি করার জন্য প্রোসেসিং সেন্টারের উপর কাজ করছে ৷ এর সম্বন্ধে সমস্ত তথ্য সোমবার সংসদে দেওয়া হয়েছে ৷ অনুরাগ ঠাকুর লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন রিয়েল টাইম প্যান/ ট্যান প্রোসেসিং সেন্টার বানানোর বিষয়ে পর্যালোচনা চলছে যাতে রিয়েল টাইম বেসিসে আধার বেসড ই-কেওয়াইসি-র মাধ্যমে ই-প্যান জারি করা যেতে পারে ৷
advertisement
2/4
ইনকাম ট্যাক্স বিভাগকে আরও মজবুত করার উদ্দেশ্যে টেকনোলজি উন্নত করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এর জেরে করদাতাদের সুবিধা হবে ৷ পাশাপাশি অনেকটা সময়ও বাঁচবে ৷
advertisement
3/4
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্যান তৈরির সময় কম করার জন্য রিয়েল টাইম প্যান-ট্যান সেন্টারের উপর কাজ করছে ৷ এটা সেই সব আবেদনকারীদের জন্য যারা আধার বেসড ই-কেওয়াইসি-র মাধ্যমে আবেদন করেছেন ৷
advertisement
4/4
ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর (TAN) একটি ১০ ডিজিটের আলফানিউমেরিক নম্বর থাকে ৷ এই নম্বর কেন্দ্র সরকারের ট্যাক্স দেওয়ার সময় দিতে হবে ৷ প্যানও একটি ১০ ডিজিটের আলফানিউমেরিক কোড থাকে যা আইটি ডিপার্টমেন্টের তরফে জারি করা হয়ে থাকে ৷