North Sikkim Snowfall: সিকিম না সুইৎজারল্যান্ড বোঝা দায়,বরফে মোড়া ইয়ুমথাং- লাচেন-লাচুং,উল্লসিত পর্যটকেরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
১ ডিসেম্বর থেকে পর্যটকেদের জন্য খুলেছে নর্থ সিকিমের দরজা! ইয়ুমথাং, লাচেন, লাচুং যেন বরফের দেশ! ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে লাচেন, ছাঙ্গু, গুরুদোংমা থেকেও
advertisement
1/5

তাপমাত্রা মাইনাসে! সাদা বরফের চাদরে মোড়া উত্তর সিকিম। যেদিকে চোখ যায় ধু ধু করছে বরফ। হোটেল-বাড়ি-গাছ থেকে গাড়ি ঢাকা পড়েছে পুরু বরফের আস্তরণে।
advertisement
2/5
জমজমাট সিকিম। ডিসেম্বরেই বরফের আস্তরণ মুড়ি দিয়ে পর্যটকদের জন্য হাজির উত্তর সিকিম। দীর্ঘ ৮ মাস পর পর্যটকদের জন্য খুলেছে উত্তর সিকিমের দুয়ার! কাজেই পর্যটকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গেই ছিল। সঙ্গে বোনাস বরফ! চলছে বরফপাত। টুকরো টুকরো বরফ পড়ছে। আনন্দে উল্লসিত পর্যটকেরা।
advertisement
3/5
১ ডিসেম্বর থেকে পর্যটকেদের জন্য খুলেছে নর্থ সিকিমের দরজা! ইয়ুমথাং, লাচেন, লাচুং যেন বরফের দেশ! ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে লাচেন, ছাঙ্গু, গুরুদোংমা থেকেও।
advertisement
4/5
লাচুংয়ের পাশাপাশি জিরো পয়েন্ট, ইয়ুমথাংয়েও যেতে পারবেন পর্যটকরা। এর ফলে সিকিম পর্যটন অক্সিজেন পাবে বলে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের দাবি।
advertisement
5/5
তবে সিকিম জেলা প্রশাসনের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত পর্যটকদের মঙ্গনের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস থেকে ভ্রমণের একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে ৯'টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। পর্যটকদের বিশেষ ধরনের এসইউভি গাড়ি ব্যবহার করতে হবে। গোটা বিষয়টি জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাখুন।