Atum 1.0 | লাগবে না ড্রাইভিং লাইসেন্স, মাত্র ৭ টাকায় ১০০ কিমি ছুটবে সাধের বাইক! কিনবেন নাকি?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Atum 1.0| গোটা দেশেই যখন চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম, বাইক প্রেমীদের জন্য এর চেয়ে বড় সুখবর তখন আর কী হতে পারে!
advertisement
1/6

এই মূল্যবৃদ্ধির বাজারে তেলভরার ঝামেলা থেকে মুক্তি। একবার চার্জ দিলে বাইক চলবে ১০০ কিলোমিটার। খরচ হবে মাত্র ৭ টাকা । হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। বাজারে চলে এসেছে এমনই এক বাইক। বাজারে আসতেই বাইকটির চাহিদা তুঙ্গে।
advertisement
2/6
এই লো স্পিড ইলেকট্রিক বাইকটি বাজারে এনেছে হায়দ্রাবাদের একটি স্টার্টআপ অটোমোবাইল সংস্থা। বাইকটির নাম অটাম ১.০।
advertisement
3/6
চাহিদার প্রথম কারণ যদি সাশ্রয় হয় দ্বিতীয় কারণ তবে দাম। বাইকটির এক্স শোরুম দাম মাত্র ৪৯ হাজার ৯৯৯ টাকা।
advertisement
4/6
অটাম একটি লো স্পিড বাইক। এটি চালানোর জন্য কোনও ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
advertisement
5/6
এই বাইকের লুক অ্যান্ড ফিল একেবারেই মিনিমালিস্ট। অনেকটা ক্যাফে রেসার গোছের। ৬ কেজি ওজনের ব্যাটারিটি সার্চ দিতে সময় লাগে চার ঘন্টা খরচ হয় এক ইউনিট বিদ্যুৎ অর্থাৎ ৬ থেকে ৭ টাকা।
advertisement
6/6
একবার চার্জ করে দিলে ১০০ কিলোমিটার নিশ্চিন্তে যাওয়া যাবে এই বাইকে। সর্বোচ্চ গতি থাকবে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। পালকের মতো হালকা বাইকটি। ওজন মাত্র ৩৫ কেজি।