BJP National President: জানেন নিতিন নবীন কে? মাত্র ২৬ বছর বয়সে রাজনীতিতে, দুর্দান্ত সংগঠক! মাটির রাজনীতি করে উঠে আসা...রইল বিজেপির অন্দরে তাঁর উত্থান কাহিনি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা প্রবণ, স্বপ্নদর্শী, পরিশ্রমী কর্মী৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণ করার জন্য নিতিন নবীনকে আমি অভিনন্দন জানাই৷ দলের সংগঠনকে আরও মজবুত করার জন্য আমি অতীতের সব সভাপতিদেরও ধন্যবাদ জানাই৷’’
advertisement
1/10

এক সময় বিজপি-র সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তারপরে দলের সাংগঠনিক প্রধানের সেই দায়িত্ব গিয়েছিল জে পি নাড্ডার হাতে৷ এবার জে পি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরে কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল বিহারের বিজেপি নেতা নিতিন নবীনকে৷ মঙ্গলবার পূর্ণরূপে বিজেপির সাংগঠনিক প্রধান হিসাবে নির্বাচিত হলেন তিনি৷
advertisement
2/10
কে এই নিতিন নবীন? ভারতীয় রাজনীতিতে খুব একটা পরিচিত ছিল না এই নাম৷ তবে হ্যাঁ, যদি বিহার রাজনীতির অন্দরে উঁকিঝুঁকি দেওয়া যায়, তাহলে অবশ্যই তাঁর সাংগঠনিক দক্ষতার আভাস মেলে৷ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনেও তাঁর প্রভাব বিজেপির অন্দরে প্রায় সকলেরই জানা৷
advertisement
3/10
৪৫ বছরের নিতিন নবীন বিজেপির ইতিহাসের সর্বকনিষ্ঠ সাংগঠনিক প্রধান অর্থাৎ, সর্বভারতীয় সভাপতি৷ তাঁর এই উত্থা অবশ্যই বিজেপির অন্দরে নবীন নেতাদের প্রাধান্য দেওয়ারই প্রতিফলন৷
advertisement
4/10
নিতিন নবীন বিহারের একজন অভিজ্ঞ বিজেপি নেতা৷ সাংগঠনিক ক্ষমতা এবং নির্বাচনী বিচক্ষণতা দুইই তাঁর রয়েছে বলে দলের অন্দরে খবর৷ ২৩ মে ১৯৮০ সালে রাঁচিতে জন্ম৷ নিতিন নবীন বিহারের প্রয়াত বিজেপি নেতা নবীন কিশোর প্রসাদ সিনহার ছেলে৷ নবীন কিশোর প্রসাদ প্রবীণ বিজেপি বিধায়ক ছিলেন। ২০০৬ সালে তাঁর বাবার মৃত্যুর পরে, পটনা পশ্চিম থেকে উপনির্বাচনে জয়লাভের পরে মাত্র ২৬ বছর বয়সে তিনি রাজনীতিতে আসেন৷
advertisement
5/10
২০০৬ সালে বাবার মৃত্যুর পরে অধুনা বিলুপ্ত পটনা পশ্চিম আসন থেকে উপনির্বাচনে জয়লাভ করেন নিতিন৷ সেই তাঁর রাজনৈতিক যাত্রার শুরু। পরে তিনি বিহার বিধানসভায় বাঁকিপুর আসনের প্রতিনিধিত্ব করেছেন এবং পাঁচবার (২০১০, ২০১৫, ২০২০, ২০২৫) নির্বাচিত হয়ে ধারাবাহিকভাবে জয়ী হয়েছেন।
advertisement
6/10
পাঁচবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর, নবীন বিহারের শহুরে রাজনীতিতে বিজেপির সবচেয়ে ধারাবাহিক সফল নেতাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর বারবার জয়ের পিছনে তৃণমূল স্তরে তাঁর শক্তিশালী যোগাযোগ, নাগরিক সমস্যাগুলির প্রতি মনোযোগ এবং বুথ স্তরে দলীয় কর্মীদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে বলে মনে করা হয়।
advertisement
7/10
নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট সরকারে তিনি একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন৷ সড়ক নির্মাণ মন্ত্রী (২০২১-২২ এবং আবার ২০২৫ সালে), নগর উন্নয়ন ও গৃহায়ন এবং আইন ও বিচার (২০২৪-২৫)
advertisement
8/10
বিজেপির অন্দরে নিতিন নবীনের উত্থান শুরু হয় ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম)-এর নেতৃত্ব দেওয়ার মাধ্যমে৷ এরপর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বিহার বিজেপির সভাপতির দায়িত্বও পেয়েছেন তিনি৷
advertisement
9/10
বিজেপির সহকর্মীরা নবীনকে একজন পরিশ্রমী, দৃঢ়চেতা এবং সহযোগী নেতা হিসেবে বর্ণনা করেছেন৷ তাঁর মধ্যে রয়েছে শক্তিশালী সাংগঠনিক দক্ষতা। অমিত শাহ, জেপি নাড্ডা এবং রাজনাথ সিং-এর মতো সিনিয়র নেতারা প্রকাশ্যে তার নিষ্ঠার প্রশংসা করেছেন৷
advertisement
10/10
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা প্রবণ, স্বপ্নদর্শী, পরিশ্রমী কর্মী৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণ করার জন্য নিতিন নবীনকে আমি অভিনন্দন জানাই৷ দলের সংগঠনকে আরও মজবুত করার জন্য আমি অতীতের সব সভাপতিদেরও ধন্যবাদ জানাই৷’’ এদিন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আমি একজন কার্যকর্তা এবং নিতিন নবীন এখন আমার বস৷’’