স্বামীর মরদেহের সামনে নেওয়া শপথ পূরণ, সেনায় যোগ পুলওয়ামায় শহিদের স্ত্রীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
স্বামীর অপূর্ণ কাজ শেষ করতে সেনায় যোগ দিলেন তাঁর সহধর্মিনী।
advertisement
1/5

আড়াই বছর সময় লাগল ঠিকই। তবে তিনি যা শপথ করেছিলেন তা পূরণ করে ছাড়লেন। স্বামীর মরদেহের সামনে করা শপথ। স্বামীর অপূর্ণ কাজ শেষ করতে সেনায় যোগ দিলেন তাঁর সহধর্মিনী।
advertisement
2/5
বিভূতি শঙ্কর ধৌন্দিয়াল দেশরক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন। পুলওয়ামায় শহিদ হয়েছিলেন তিনি। স্বামীর মরদেহের সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন নিকিতা। আজ, শনিবার তিনি ভারতীয় সেনায় যোগ দিলেন।
advertisement
3/5
চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশির উপস্থিতিতে সেনা বাহিনীতে যোগ দেন নিকিতা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের উধমপুরের জনসংযোগ আধিকারিক এদিন শহিদ সেনা অফিসারের স্ত্রীর যোগদানের ভিডিও প্রকাশ করে।
advertisement
4/5
২০১৮ সালে বিয়ে হয়েছিল নিকিতা ও বিভূতির। বিয়ের নমাসের মধ্যেই সব কিছু এলোমেলো হয়ে যায়। জঙ্গিদের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল বিভূতির দেহ। এর পর স্বামীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে সেনায় যোগ দেওয়ার শপথ নেন নিকিতা।
advertisement
5/5
গত বছর শর্ট সার্ভিস কমিশন বা এসএসসি এবং পরে সার্ভিসেস সিলেকশন বোর্ড ইন্টারভিউ-এ উত্তীর্ণ হন নিকিতা। এর পর চেন্নাইয়ের অফিসার্স অ্যাকাডেমি থেকে ট্রেনিং নেন। লেফটেন্য়ান্ট হয়ে সেনায় যোগ দিয়ে এবার স্বামীর মতো তিনিও দেশসেবা করবেন।