TRENDING:

Nirmala Sitharaman: বাদামি সুতোর কাজের 'হ্যান্ডলুম', এবারও বাজেটে নজর কাড়ল নির্মলা সীতারমণের শাড়ি!

Last Updated:
Nirmala Sitharaman: মঙ্গলবার বাজেট অধিবেশনেও তাঁর শাড়ি নজর কেড়েছে। ‘সিম্পল অ্যান্ড এলিগেন্ট’ লুকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে পৌঁছন এদিন।
advertisement
1/5
বাদামি সুতোর কাজের 'হ্যান্ডলুম', এবারও বাজেটে নজর কাড়ল নির্মলা সীতারমণের শাড়ি!
বছরভর সংসদ থেকে বিভিন্ন সভা কিংবা অনুষ্ঠান, নির্মলা সীতারমণকে শাড়িতেই বেশি দেখা যায়। দেশের প্রথম মহিলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Finance Minister Nirmala Sitharaman) শাড়ি-প্রীতি সকলেরই জানা। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন সিল্কের শাড়িতে দেখা যায় অর্থমন্ত্রীকে। তাতে নানা রকমের সুতোর কাজ। হ্যান্ডলুমের শাড়ির প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যে আলাদা আকর্ষণ রয়েছে, তা তাঁর পোশাক নির্বাচনে বেশ স্পষ্ট। মঙ্গলবার বাজেট অধিবেশনেও তাঁর শাড়ি নজর কেড়েছে। ‘সিম্পল অ্যান্ড এলিগেন্ট’ লুকে দেশের প্রথম (পূর্ণ সময়ের) মহিলা অর্থমন্ত্রী সংসদে পৌঁছন এদিন।
advertisement
2/5
গত বছর বাজেটের দিন তাঁর পরনে ছিল গাঢ় লাল রঙের পচমপল্লী শাড়ি। এই বছর আলাদা করে নজর কেড়েছে ইক্কতের কাজ। এই শাড়িটির বিশেষত্ব হল এর পল্লুতে ইক্কতের প্যাটার্ন রয়েছে। ইক্কতের অন্ধ্র প্রদেশের একটি বিখ্যাত বয়ন শিল্প।
advertisement
3/5
বলা হয়, বিশ্বে শুধু ভারত, জাপান ও ইন্দোনেশিয়াতেই ডাবল ইক্কত তৈরি হয়। পাটোলা হল হাতে বোনা দ্বিগুণ সাইজের ইকত শাড়ি। বর্তমানে প্রযুক্তির কারণে বেশ ব্যয়বহুল এই তাঁতশিল্পকে বাঁচিয়ে রেখেছেন খুব অল্প সংখ্যক তাঁতিরা।
advertisement
4/5
মঙ্গলবার সকালে তাঁর অফিস থেকে বেরিয়ে এসে মিডিয়াকে ডিজিটাল লেজারটি দেখান নির্মলা সীতারমণ। এই নিয়ে চতুর্থবার বাজেট (Union Budget 2022) পড়লেন নির্মলা। এরকম একটা ‘বিগ ডে’-তে নির্মলা সীতারমণকে দেখা গেল রাস্টি ব্রাউন রঙের সিল্কের শাড়িতে। তাতে কিছুটা লালেরও ছোঁয়া আছে। সঙ্গে রয়েছে অফ-হোয়াইট সুতোর কাজ।
advertisement
5/5
বাদামি রঙের শাড়িতে অর্থমন্ত্রীর এদিনের চেহারায় ধরা পড়েছে আভিজাত্য, আত্মবিশ্বাস ও নির্ভরতার আভাস। সংসদের সামনে দুধ সাদা গাড়ি থেকে যখন নামলেন নির্মলা সীতারমণ মুখে তখন সাদা মাস্ক, ডান দিকে ঘাড় থেকে ঝোলানো সাদা শাল। হাতে লাল ‘ব্রিফকেস’। তাতে রাখা ট্যাব। ব্রিফকেসের উপরে অশোকচক্র বসানো। শরীরী ভাষা প্রশান্তির পাশাপাশি ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর।
বাংলা খবর/ছবি/দেশ/
Nirmala Sitharaman: বাদামি সুতোর কাজের 'হ্যান্ডলুম', এবারও বাজেটে নজর কাড়ল নির্মলা সীতারমণের শাড়ি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল