TRENDING:

সাইকেলের থেকেও ধীর গতিতে চলে ভারতীয় রেলের এই ট্রেন! তবে যাত্রীদের পছন্দের

Last Updated:
Nilgiri Express: এই ট্রেনের গতি ৯ কিমি প্রতি ঘণ্টা। এত ধীর গতিতে কেন চলে এই ট্রেন!
advertisement
1/5
সাইকেলের থেকেও ধীর গতিতে চলে ভারতীয় রেলের এই ট্রেন! তবে যাত্রীদের পছন্দের
আজ আমরা দেশের এমন একটি ট্রেনের কথা বলছি যেটি ঘণ্টায় গড়ে ৯ কিলোমিটার গতিতে চলে। কিন্তু এর রুট অসাধারণ। এই ট্রেনটির নাম নীলগিরি প্যাসেঞ্জার। এটি মেট্টুপালায়ম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। উটি স্টেশনে (56136/56137) থামে। মেট্টুপালায়ম-উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনটি ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন।
advertisement
2/5
ভারতের এই ট্রেন কেলার, কুনুর, ওয়েলিংটন, লাভডেল এবং ওটাকামুন্ড স্টেশনের মধ্যে দিয়ে যায়। নীলগিরি পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য মেট্টুপালায়ম-উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনের কোচগুলিতে নীল এবং ক্রিম রঙের কাঠের বড় জানালা রয়েছে।
advertisement
3/5
ইউনেস্কোর ওয়েবসাইট অনুযায়ী, নীলগিরি মাউন্টেন রেলওয়ে নির্মাণের প্রথম প্রস্তাব করা হয়েছিল ১৮৫৪ সালে। কিন্তু পাহাড়ি অবস্থানের অসুবিধার কারণে ১৯৮১ সালে কাজ শুরু হয়। ১৯০৮ সালে কাজ শেষ হয়েছিল। ইউনেস্কো আরও জানায়, এই রেলপথ ৩২৬ মিটার থেকে ২২০৩ মিটার উচ্চতায় পৌঁছেছে।
advertisement
4/5
ট্রেনটিতে ফার্স্ট ক্লাস ও জেনারেল, দুরকম কোচই রয়েছে। এই ট্রেনটি মেট্টুপালায়ম স্টেশন থেকে সকাল সাতটা বেজে ১০ মিনিটে ছাড়ে। দুপুর ১২ টায় উটিতে পৌঁছয়।
advertisement
5/5
ট্রেনটি আবার উটি থেকে দুপুর ২ টোয় ছাড়ে এবং বিকেল সাড়ে পাঁচটায় মেট্টুপালায়ম স্টেশনে ফিরে আসে। রেলওয়ে স্টেশনের কাউন্টারে বা IRCTC ওয়েবসাইটে ট্রেনের টিকিট বুক করা যাবে।
বাংলা খবর/ছবি/দেশ/
সাইকেলের থেকেও ধীর গতিতে চলে ভারতীয় রেলের এই ট্রেন! তবে যাত্রীদের পছন্দের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল