Lady of Justice Statue: চোখ খুলল আইনের, সুপ্রিম কোর্টে বিরাট পরিবর্তন! চোখ বাঁধা নারীর বদলে এল নতুন প্রতীক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Statue of Justice Supreme Court: ভারতের বিচার ব্যবস্থায় ঐতিহাসিক মুহূর্ত। বদলে গেল বিচারব্যবস্থার প্রতীক। সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইব্রেরিতে আগে লেডি অফ জাস্টিসের যে মূর্তি ছিল তাতে বাঁহাতে ছিল তরোয়াল এবং ডানহাতে ছিল দাঁড়িপাল্লা।
advertisement
1/5

ভারতের বিচার ব্যবস্থায় ঐতিহাসিক মুহূর্ত। বদলে গেল বিচারব্যবস্থার প্রতীক। সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইব্রেরিতে আগে লেডি অফ জাস্টিসের যে মূর্তি ছিল তাতে বাঁহাতে ছিল তরোয়াল এবং ডানহাতে ছিল দাঁড়িপাল্লা।
advertisement
2/5
সবচেয়ে বড় বিষয় হল লেডি অফ জাস্টিসের চোখ ছিল বাঁধা। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেন আইনের চোখ নিয়ে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে যে নতুন মূর্তি এসেছে তা সম্পূর্ণ আলাদা।
advertisement
3/5
নতুন যে মূর্তি এসেছে তাতে ‘আইনের চোখ’ আর বাঁধা নয়। এক হাতে দাঁড়িপাল্লা, অন্য হাতে তরোয়ালের বদলে রয়েছে ভারতের সংবিধান। (Image: X)
advertisement
4/5
চোখ বাঁধা নারী মূর্তি মানুষের কাছে বার্তা দিত যে, বিচারব্যবস্থার কাছে সকলেই সমান। কিন্তু নতুন নারীমূর্তিতে দাঁড়িপাল্লা সাম্যের বার্তা দিলেও আইনের চোখ কিন্তু খোলা। আর তলোয়ারের বদলে আইনের হাতিয়ার সংবিধান।
advertisement
5/5
সেই সঙ্গে আগের চোখ বন্ধ মূর্তি কিছুটা হলেও ঔপনিবেশিক শাসনের বাহক ছিল। নতুন মূর্তি অনেকটা ভারতীয় নারীর মতো, এক ঝলকে দেখলে মনে হবে যেন আইনের দেবী। (Image: X)