TRENDING:

বিশ্বে সবথেকে ব্যয়বহুল ভারতের নতুন সংসদ...? একেবারেই নয়! সবচেয়ে 'দামি' সংসদ 'এই' দেশে! দেখুন

Last Updated:
New Parliament Building: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেন রবিবার অর্থাৎ ২৮ মে। যদিও বিরোধী দল এর ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় নির্মাণের কারণে এর বিরোধিতা করেছেন শুরু থেকেই। কিন্তু জানেন কিভারতের এই নয়া সংসদ ভবনের চেয়েও বহুগুণ বেশি অর্থ ব্যয়ে নির্মিত অস্ট্রেলিয়ার সংসদকেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সংসদ হিসাবে গণ্য করা হয়।
advertisement
1/8
বিশ্বে সবথেকে ব্যয়বহুল ভারতের নতুন সংসদ? একেবারেই নয়! সবচেয়ে দামি সংসদ 'এই' দেশে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেন রবিবার অর্থাৎ ২৮ মে। যদিও বিরোধী দল এর ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় নির্মাণের কারণে এর বিরোধিতা করেছেন শুরু থেকেই। কিন্তু জানেন কি ভারতের এই নয়া সংসদ ভবনের চেয়েও বহুগুণ বেশি অর্থ ব্যয়ে নির্মিত অস্ট্রেলিয়ার সংসদকেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সংসদ হিসাবে গণ্য করা হয়।
advertisement
2/8
যেখানে ভারতীয় পার্লামেন্ট ভবন তৈরির খরচ আনুমানিক ৯৭১ কোটি টাকা। অস্ট্রেলিয়ান পার্লামেন্টের খরচ প্রায় ৩৪,৬৭৭ কোটি টাকা। আসুন জেনে নিই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সংসদ ভবন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
advertisement
3/8
কমনওয়েলথ পার্লামেন্ট নামে পরিচিত অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নাবরা শহরে অবস্থিত। এই সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় ১৯৮১ সালে এবং শেষ হয় ১৯৮৮ সালে। (উইকিপিডিয়া)
advertisement
4/8
৫৯ একর জুড়ে বিস্তৃত, অস্ট্রেলিয়ার সংসদ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সংসদগুলির মধ্যে একটি। এছাড়াও এটি রোমানিয়া, হাঙ্গেরি এবং ব্রাজিলেও রয়েছে। অস্ট্রেলিয়ার এই পার্লামেন্টে ৪৫০০টি কক্ষ রয়েছে। ভারতের নতুন পার্লামেন্টের মতো অস্ট্রেলিয়ার পার্লামেন্ট বিশ্বের নতুন পার্লামেন্ট হাউসগুলোর অন্তর্ভুক্ত। (@ParlHouseCBR)
advertisement
5/8
এই সংসদ ভবনের নকশা প্রণয়নের জন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্যানবেরায় নির্মিত এই সংসদের ব্যয় বর্তমান সময়ে প্রায় $ ৪.২ বিলিয়ন (প্রায় ৩৪,৬৭৭ কোটি টাকা)। ভবনটি তৈরি করতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল। শুধু তাই নয়, এই সংসদ সৌরশক্তি থেকে বিদ্যুৎ পায়। (উইকিপিডিয়া)
advertisement
6/8
অন্যদিকে, রবিবার উদ্বোধন হওয়া ভারতীয় সংসদ ভবন নির্মাণে প্রায় ৯৭১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই ভবনটি প্রায় ৩ বছরের মধ্যে নির্মিত হয়েছিল। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই সংসদকে আগামী শতাব্দীর নিরিখে প্রস্তুত করা হয়েছে। (এএনআই)
advertisement
7/8
সাড়ে ৯০০ একর জুড়ে বিস্তৃত ভারতের এই নতুন সংসদ ভবনের ব্যয় বিশ্বের সবথেকে ব্যয়বহুল সংসদের তুলনায় প্রায় ৩৬ গুণ কম। এই ভবনে লোকসভা এবং রাজ্যসভায় যথাক্রমে ৮৮৮টি আসন এবং ৩৮৪টি আসন রয়েছে। ভিজিটিং গ্যালারিতে ৩৩৬ জনের বেশি মানুষ বসতে পারবেন। এছাড়াও, ১২৭২ জনেরও বেশি সংসদ সদস্য যৌথ অধিবেশনে একসঙ্গে বসতে পারবেন এই ভবনে। (নিতিন গড়করি)
advertisement
8/8
অন্যদিকে এই ভবনে সংসদ বিষয়ক কমিটির জন্য আলাদা অফিস করা হয়েছে। এটি হাই-টেক সুবিধা-সহ সজ্জিত করা হয়েছে। ক্যাফে এবং ডাইনিং এরিয়াও হাই-টেক। কমিটির বৈঠকের বিভিন্ন কক্ষে বসানো হয়েছে হাইটেক যন্ত্রপাতি। (এএনআই)
বাংলা খবর/ছবি/দেশ/
বিশ্বে সবথেকে ব্যয়বহুল ভারতের নতুন সংসদ...? একেবারেই নয়! সবচেয়ে 'দামি' সংসদ 'এই' দেশে! দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল