TRENDING:

৬৪ বিঘা জমি, কেজি-কেজি সোনা-রূপো ! বিহার ভোটে জেডিইউ প্রার্থী বিভার বিপুল সম্পত্তি শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
সামনেই বিহার নির্বাচন আর সেই নির্বাচনেই মনোনয়ন জমা দিতে গিয়ে নওয়াদা আসনের এনডিএ প্রার্থী জেডিইউ-র বিভা দেবী নিজের বিপুল পরিমাণ সম্পত্তি সামনে আনলেন, তাতে চোখ কপালে উঠেছে সবার।
advertisement
1/9
৬৪ বিঘা জমি,কেজি-কেজি সোনা-রূপো ! বিহার ভোটে জেডিইউ প্রার্থী বিভার বিপুল সম্পত্তি!
সামনেই বিহার নির্বাচন আর সেই নির্বাচনেই মনোনয়ন জমা দিতে গিয়ে নওয়াদা আসনের এনডিএ প্রার্থী জেডিইউ-র বিভা দেবী নিজের বিপুল পরিমাণ সম্পত্তি সামনে আনলেন, তাতে চোখ কপালে উঠেছে সবার।
advertisement
2/9
বিহারের নওয়াদা লোকসভা আসনে এনডিএ প্রার্থী হিসেবে জেডিইউ (জনতা দল ইউনাইটেড)-এর প্রার্থী হিসাবে বিভা দেবী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানেই তিনি নিজের মোট ১৪ কোটির বেশি সম্পত্তির ঘোষণা করেছেন।
advertisement
3/9
তাঁর হলফনামা অনুযায়ী, বিভা দেবীর মোট সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকারও বেশি! রয়েছে ৪০ একর জমি, প্রায় ৪ কোটি টাকার ঋণ! এবং একাধিক বিচারাধীন মামলা।
advertisement
4/9
সম্পত্তির বিবরণহলফনামা অনুসারে, বিভা দেবীর কাছে রয়েছে নগদ রয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ২৯৮ টাকা।আর তাঁর স্বামী রাজবল্লভ যাদব-এর কাছে রয়েছে ৯২ হাজার ৫০০ টাকা নগদ।
advertisement
5/9
বিভা দেবী রাজ কনস্ট্রাকশন কোম্পানিতে প্রতি শেয়ার ১০ টাকায় ৯৫ হাজার শেয়ার কিনেছেন।তাঁর কাছে রয়েছে ১ কেজি ২০০ গ্রাম সোনা এবং ১ কেজি রূপো। তাঁর স্বামীর কাছে রয়েছে ৫০০ গ্রাম সোনা ও ৫০০ গ্রাম রূপো।
advertisement
6/9
স্থাবর ও অস্থাবর সম্পত্তিবিভা দেবীর অস্থাবর সম্পত্তির মূল্য ১৪ কোটি ৬০ লক্ষ ১২ হাজার ৩৬৪ টাকা,আর তাঁর স্বামীর নামে রয়েছে ৩ কোটি ৬৭ লক্ষ ৭৮ হাজার ৭৩৬ টাকার সম্পত্তি।
advertisement
7/9
স্থাবর সম্পত্তির মধ্যে বিভা দেবীর নামে ৫ কোটি ২৯ লক্ষ ৭০ হাজার ২৯৬ টাকা মূল্যের সম্পদ,এবং স্বামীর নামে রয়েছে ৮ কোটি ২৫ লক্ষ ৫৬ হাজার ৭৯৩ টাকার সম্পদ।
advertisement
8/9
তাঁর নামে রয়েছে ৪০ একর (প্রায় ৬৪ বিঘা) জমি,আর তাঁর স্বামীর নামে ১৮ একর জমি রয়েছে।
advertisement
9/9
ঋণ ও মামলাবিভা দেবী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ৪ কোটি ১২ লক্ষ টাকার ঋণ নিয়েছেন।তাঁর নামে ৭১ লক্ষ টাকা, আর স্বামীর নামে ৩৮ লক্ষ টাকার আয়কর মামলা বিচারাধীন।
বাংলা খবর/ছবি/দেশ/
৬৪ বিঘা জমি, কেজি-কেজি সোনা-রূপো ! বিহার ভোটে জেডিইউ প্রার্থী বিভার বিপুল সম্পত্তি শুনলে আঁতকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল