advertisement
1/4

দেশের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার মসনদে নরেন্দ্র মোদি। রাইসিনা হিলসে দাঁড়িযে শপথ বাক্য পাঠ করলেন মোদি ৷ কিন্তু তখন সামনে ছিলেন না তাঁ মা ৷
advertisement
2/4
রাষ্ট্রপতি ভবনে পৌঁছতে না পারলেও ছেলের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত রইলেন না মোদির মা হীরাবেন
advertisement
3/4
শপথ বাক্য পাঠ করছেন মোদি ৷ দিল্লি থেকে যোজন দূরে গুজরাতে টিভির পর্দায় চোখ মায়ের ৷ টিভির পর্দায় এমন দৃশ্য দেখে হাততালি দিয়ে উঠলেন হীরাবেন ৷
advertisement
4/4
বিপুল ভোট দ্বিতীয়বার জিতে আসার পর গত রবিবার মায়ের আর্শীবাদ নিতে গুজরাতে গিয়েছিলেন মোদি ৷ তাঁর পা ছুঁয়েই শুরু করলেন দ্বিতীয়বার সরকারে আসার জয়যাত্রা