TRENDING:

স্বপ্নের নির্মাণ ! প্রধানমন্ত্রীর স্বপ্নের বারাণসী নিমেষেই জুড়বে এই শহরগুলিকে

Last Updated:
advertisement
1/8
স্বপ্নের নির্মাণ ! প্রধানমন্ত্রীর স্বপ্নের বারাণসী নিমেষেই জুড়বে এই শহরগুলিকে
বারাণসীতে একটি অভ্যন্তরীণ জলসরবরাহকারী প্রকল্প ও দুটি দুটি সুবিশাল জাতীয় সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দুটি সড়কের যুগ্ম দৈর্ঘ্য ৩৪ কিলোমিটার ও নির্মাণকাজে খরচ হয়েছে প্রায় ১,৫৭১.৯৫ কোটি টাকা । ১৬.৫৫ কি.মি. বারাণসী রিং রোড ফেস-১ বানাতে খরচ হয়েছে প্রায় ৭৫৯.২৬ কোটি টাকা । ৫৬ নং জাতীয় সড়কে বাবতপুর বারাণসী কানেক্টেড সড়কটি বানাতে খরচ হয়েছে ৮১২.৫৯ কোটি টাকা।
advertisement
2/8
বাবতপুর বিমানবন্দর সড়কটি বারাণসীকে বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে ও জৌনপুর, সুলতানপুর ও লখনউ এর সঙ্গে বারাণসীকে যুক্ত করবে। এই রাস্তা নির্মাণের ফলে কম সময় লাগবে , স্থানীয় ও পর্যটকদের সুবিথার্থেই এটি নির্মাণ করা হয়েছে, জানিয়েছে মন্ত্রীসভা।
advertisement
3/8
রিং রোড ফেস-১ নির্মাণের ফলে কমবে যানজটের সমস্যা । লখনউ-বারাণসী ৫৬ নং জাতীয় সড়ক, আজমগড়-বারাণসী ২৩৩ নং জাতীয় সড়ক ও গোরখপুর-বারাণসী ২৯ নং জাতীয় সড়কে কমবে জ্বালানির ব্যবহার ও দূষণের হার । কমবে যানজটও।
advertisement
4/8
রিং রোডের সাহায্যে অতি সহজেই পৌঁছানো যাবে সারনাথে যা তীর্থক্ষেত্র হিসেবে বিখ্যাত ।
advertisement
5/8
কেন্দ্রের জল মার্গ বিকাশ প্রকল্পের আওতায় গঙ্গার উপর বিস্তীর্ণ ওয়াটার টার্মিনালের উদ্বোধনও করবেন মোদি । এর মাধ্যমে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত যাতায়াত করতে সক্ষম হবে প্রায় ২০০০ টন পণ্যবাহী যান।
advertisement
6/8
অন্তর্দেশীয় জলপথের সাহায্যে পরিবেশবান্ধব যানচলাচল ব্যবস্থাকে উন্নত করতেই এই প্রকল্পটিকে বাস্তবায়িত করা হয়েছে।
advertisement
7/8
হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত এই জলপথ নির্মাণে আর্থিক সাহায্য করেছে বিশ্বব্যাঙ্ক। প্রকল্পের মোট খরচ প্রায় ৫,৩৬৯.১৮ কোটি টাকা ।
advertisement
8/8
এই দুটি প্রকল্প চালু হওয়ার ফলে স্থায়ীভাবে কাজ পেতে পারেন প্রায় ৫০০ জন । অস্থায়ী কর্মসংস্থান হতে পারে প্রায় ২,০০০ জনের । কলকাতা থেকেই চলেছে প্রথম পণ্যবাহী জাহাজ ।
বাংলা খবর/ছবি/দেশ/
স্বপ্নের নির্মাণ ! প্রধানমন্ত্রীর স্বপ্নের বারাণসী নিমেষেই জুড়বে এই শহরগুলিকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল