পণ মেটাতে না পারায় চুল ছিঁড়ে, নখ উপড়ে, ছ্যাঁকা দিয়ে রেললাইনের উপর ফেলে গেল স্বামী!
Last Updated:
advertisement
1/7

• আর কত বিভৎসতা দেখবে এই দেশ? আর কত মেয়েকে আজও বিয়ে দেওয়ার নামে বিক্রি করা হবে ? কত মেয়েকে প্রাণ দিতে হবে বেঘোরে ৷ নৃসংশতার চরম নিদর্শন দেখাল বিহার ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/7
• ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, বিয়ের সময় পণ হিসাবে ২ লক্ষ টাকা নগদ ও একটি বাইক চেয়েছিলেন ওই মহিলার স্বামী ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/7
• কিন্তু পণের টাকা মেটাতে পারেননি মেয়েটির পরিবার ৷ তাই বিয়ের পর থেকে প্রায়ই এ নিয়ে অশান্তি চলত বাড়িতে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/7
• সেদিনও পণের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য স্ত্রীকে মারধর শুরু করেন স্বামী ৷ ছেড়ে দেননি শ্বশুরবাড়ির লোকেরাও ৷ এরপরেই গৃহবধূর চুল ছিঁড়ে, নখ উপড়ে, গায়ে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে তাঁকে ফেলে দিয়ে যাওয়া হয় রেললাইনের উপর ৷ যাতে রেলে কাটা পড়ে তাঁর মৃত্যু হয় ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/7
• তবে ট্রেন আসার আগেই ওই অবস্থায় একজন মহিলাকে রেললাইনে পড়ে থাকতে দেখে ছুটে আসেন স্থানীয়রা ৷ তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/7
• চিকিৎসকরা জানান, ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক ৷ দেহে একাধিক জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে ৷ ৭ জায়গা মারাত্মকভাবে পুড়ে গিয়েছে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
7/7
• ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ ৷ প্রতীকী চিত্র ৷