'আমি ৫ মিনিটের মধ্যে মারা যাব....' টলতে টলতে বেরিয়ে এলেন ব্যক্তি, হাড়হিম কাণ্ড হরিয়ানায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mysterious Death : 'আমি বিষ খেয়ে ফেলেছি... এখন আমার হাতে আর মাত্র পাঁচ মিনিট আছে...' এই কথা বলে, এক ব্যক্তি গাড়ি থেকে টলতে টলতে বেরিয়ে এলেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই মারা গেলেন। যেন সিনেমার দৃশ্য! হরিয়ানার পঞ্চকুলায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।
advertisement
1/7

'আমি বিষ খেয়ে ফেলেছি... এখন আমার হাতে আর মাত্র পাঁচ মিনিট আছে...' এই কথা বলে, এক ব্যক্তি গাড়ি থেকে টলতে টলতে বেরিয়ে এলেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই মারা গেলেন। যেন সিনেমার দৃশ্য! হরিয়ানার পঞ্চকুলায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।
advertisement
2/7
হরিয়ানার এই ভয়াবহ ঘটনায় বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের ৭ জনের মৃতদেহ ৷ প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ ৷ কারণ দুর্ঘটনা নয় বলেই অনুমান পুলিশের ৷ গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।
advertisement
3/7
ঠিক কী ঘটেছিল হরিয়ানায়? রাত তখন ১০টা কি সাড়ে ১০টা। সোমবার রাতে অন্য রাজ্যের একটি গাড়িকে তাঁদের এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় এক ব্যক্তির। রাতভ্রমণে বেরিয়ে গাড়িটিকে দেখতে পান তিনি। গাড়িটি দাঁড় করানো অবস্থায় ছিল ওই ব্যক্তির গাড়ির ঠিক পিছনেই। গাড়ির বাইরে ঝুলছিল তোয়ালে। ভিতরে কী রয়েছে, তা দেখাও যাচ্ছিল না। ফলে সন্দেহ আরও দৃঢ় হয় ওই ব্যক্তির।
advertisement
4/7
জানা যায়, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে সাত জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
5/7
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারের সদস্যেরা উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা। সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বরধামে গিয়েছিলেন ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল । সেখান থেকে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন বছর ৪২-এর এক ব্যক্তি, তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান ৷
advertisement
6/7
ভাইরাল এই ভিডিওতে, প্রবীণ মিত্তল নামের এক ব্যক্তিকে একটি র্যাম্পের কাছে মাথা সামনের দিকে ঝুঁকে বসে থাকতে দেখা যায়, যার মধ্যে যন্ত্রণার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছিল। তাঁর ঘাড় সামান্য বাঁকানো দেখাচ্ছিল, যা সম্ভবত বিষক্রিয়ার প্রভাবের ইঙ্গিত ছিল।
advertisement
7/7
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী পুনীত বলেন, গাড়িটি মাত্র ১০ থেকে ১৫ মিনিটের জন্য পার্ক করা হয়েছিল এবং গাড়ির ভেতরে একটি ওষুধের স্ট্রিপ পাওয়া গিয়েছে। কিছু একটা সন্দেহজনক মনে হয়েছে, তাই আমি লোকটিকে গাড়ি থেকে নামতে বলি, আর তিনি রাস্তার ধারে একটা র‍্যাম্পে বসে পড়েন। আমাকে বলেন, তাঁর পরিবার ঋণে ডুবে আছে এবং আগামী পাঁচ মিনিটের মধ্যে তিনিও মারা যাবেন।