TRENDING:

Emergency Declared In Bangkok: মায়ানমারে চারবার, মেঘালয়েও মেগা কম্পন, ব্যাঙ্ককে জারি এমার্জেন্সি, মোদি জানালেন ভারত সাহয্যের জন্য তৈরি

Last Updated:
Emergency Declared In Bangkok: ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা; থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিত করেছে
advertisement
1/12
মায়ানমারে ৪বার,মেঘালয়েও কম্পন,ব্যাঙ্ককে জারি এমার্জেন্সি,মোদি জানালেন ভারত সাহায্যে তৈরি
সারা পৃথিবীর কাছে সাহায্যের আবেদন করল মায়ানমার৷  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিখটার স্কেলে মায়ানমারে ৭.২ মাত্রার ভূমিকম্পের পর "উদ্বিগ্ন" এবং ব্যাংকক শহরও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই মারাত্মক ভূমিকম্পের কারণে কলকাতা এবং ইম্ফল সহ ভারতের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূব হয়েছে।
advertisement
2/12
এক্স (পূর্বে ট্যুইটার) -এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। নিজের ট্যুইটে তিনি বলেছেন,মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
advertisement
3/12
শুক্রবার মায়ানমারের ভূমিকম্পের আফটারশকের কারণে মেঘালয়েও একটি ভূমিকম্প হয়৷ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পূর্ব গারো পাহাড়৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.০৷  ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি -র X-অ্যাকাউন্টের পোস্টে এই ভূমিকম্পের উৎসস্থলে অক্ষাংশ: 25.57 উত্তর, দ্রাঘিমাংশ: 90.58 পূর্ব, গভীরতা: 5 কিমি, অবস্থান: পূর্ব গারো পাহাড়, মেঘালয়।
advertisement
4/12
এদিকে বিকেল তিনটে পর্যন্ত মোট চারটি কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে৷ শেষ কম্পনটির রিখটার স্কেলে মান ৪.৪৷  এই চতুর্থ  কম্পনটির উৎসস্থল লঙ্গিটিউড- 23.35 N, : ল্যাটিটিউড- 95.31 E, মাটির তলায় ১০ কিমি গভীরে এই কম্পনের উৎসস্থল৷
advertisement
5/12
১১টা ৫০ এ প্রথমবার  রিখটার স্কেলে ৭.২ মাত্রার কম্পনের ঠিক বারো মিনিট পর বারোটা দুইয়ে রিখটার স্কেলে ৭.০ মাত্রার ভূমিকম্প৷ প্যাগোডা থেকে বহুতল সর্বত্র শুধু একের পর এক ধ্বংসের ফটো৷ Photo- Reuters
advertisement
6/12
এদিকে এই কম্পনগুলির পর ফের আরও একটা ঝটকা আসে ১২টা ৫৭ মিনিট ৫৩ সেকেন্ডে ৷ এই কম্পনের মান আগের থেকে একটু কম ছিল৷ রিখটার স্কেলে এই কম্পনের মান ছিল ৫.০৷ Photo- AP
advertisement
7/12
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ল্যাটিটিউড 22.97 N, লঙ্গিটিউড 95.56 E৷ এদিকে ব্যাঙ্ককে না হলেও সাগাইং থেকে ১৮ কিলোমিটার দূরে ছিল৷ কিন্তু ধ্বংসলীলা ছিল মারাত্মক৷
advertisement
8/12
বৃহস্পতিবার দুপুর ১১:৫০ এ প্রথম ঝটকা অনুভূত হয়৷  মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এর তীব্রতা ছিল ৭.৫। পৃথিবীর ক্রমাগত প্লেট টেকটোনিক মুভমেন্টেের ফলে একের পর এক ঝটকা অনুভব হচ্ছে৷
advertisement
9/12
এই সময় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ল্যাটটিউট: 21.93 N, লঙ্গিটিউড : 96.07 E, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির গভীরে ১০ কিমি অভ্যন্তরে৷ Photo- X Account
advertisement
10/12
এরপর বেলা বারোটায় আবার ৭ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়৷ দ্বিতীয় ঝটকা  12:02:07 IST, ল্যাটিটিউড 21.41 N, লঙ্গহিটিউড 95.43 E, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির গভীরে ১০ কিমি অভ্যন্তরে৷
advertisement
11/12
মায়নামারের তীব্র ভূমিকম্প৷ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ঝটকা কলকাতাতেও অনুভূত হয়৷ মায়নামারে যে ভূমিকম্পের তীব্রতা তাতে জারি সুনামি অ্যালার্টও, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, দিল্লিতে মারাত্মক ঝটকা অনুভত হওয়ায় আতঙ্কের পরিবেশ ।
advertisement
12/12
ভূমিকম্প সমুদ্রের নিচে হলেও এটি তেমন শক্তিশালী ছিল না যে বড় ধরনের সুনামি তৈরি করতে পারে। তবে, যেহেতু ভূমিকম্পের উৎস ছিল তুলনামূলকভাবে অগভীর, তাই স্থানীয় জনগণকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। Photo Courtesy- Natinal Centre of Sismology/ X account
বাংলা খবর/ছবি/দেশ/
Emergency Declared In Bangkok: মায়ানমারে চারবার, মেঘালয়েও মেগা কম্পন, ব্যাঙ্ককে জারি এমার্জেন্সি, মোদি জানালেন ভারত সাহয্যের জন্য তৈরি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল