Sourabh Murder Case: নিজের মামলা নিজেই লড়তে চায় সৌরভ হত্যায় অভিযুক্ত মুসকান! জেলে বসেই বড় ইচ্ছাপ্রকাশ অপরাধীর!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জেল সূত্রে জানা গিয়েছে, মুসকান রাস্তোগি যেহেতু ক্লাস ৮-এর বেশি পড়াশুনা করেন নি। তাই জেল কর্তৃপক্ষ বিভিন্ন বিকল্প পথ খুঁজছে।
advertisement
1/5

মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের ঘটনায় মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
2/5
এবার জেলে বসেই আইন নিয়ে পড়াশোনা করার আবেদন জানালেন মুসকান। ইতিমধ্যে এই বিষয়ে জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। তিনি যে তাঁর আইনজীবীর বিষয়ে অসন্তুষ্ট সে বিষয়েও জানিয়েছেন তিনি।
advertisement
3/5
জেল সূত্রে জানা গিয়েছে, মুসকান রাস্তোগি যেহেতু ক্লাস ৮-এর বেশি পড়াশুনা করেন নি। তাই জেল কর্তৃপক্ষ বিভিন্ন বিকল্প পথ খুঁজছে। বিভিন্ন মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তাঁর সেকেন্ডারি স্তরের পড়াশোনা করার পর আইনের পরীক্ষা এল এল বিতে ভর্তি করানো যায় কিনা তা দেখা হচ্ছে।
advertisement
4/5
এই প্রসঙ্গে জেলের সুপারিন্টেনডেন্ট বীরেশ রাজ শর্মা বলেন, "মুসকান জেলে আসার পর থেকে পরিবারের পক্ষ থেকে কেউই তাঁর সঙ্গে দেখা করতে অসেননি। অন্যদিকে, সাহিলের ভাই এবং দিদা দেখা করতে এসেছিলেন। এর মাঝেই মুসকান আইন নিয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেছে। যদি, মুসকান চান তবে জেল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হবে।"
advertisement
5/5
চলতি মাসেই মেরঠ পুলিশের পক্ষ থেকে ১ হাজার পাতার চার্জশিট পেশ করা হয়েছে। খুনের ৬৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশ পুলিশ। এর আগে জানা গিয়েছিল গ্রেফতারির সময়েই গর্ভবতী ছিলেন মুসকান।