দুর্বল নিকাশি, প্রশাসনের অবহেলা-দু'দিনের বৃষ্টিতেই ডুবেছে মুম্বই, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে
- Published by:Ahana Bose
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

কয়েকদিনের বৃষ্টিতেই ফের বানভাসি বাণিজ্যনগরী মুম্বই । প্রতি বছরের মতই এবারও জলমগ্ন মুম্বই । (Photo: News18)
advertisement
2/6
নালাসপোরায় জলের নীচে চলে গিয়েছে একাধিক দোকান । স্বাভাবিক কেনাবেচাও বন্ধ জল জমে যাওয়ার কারণে ।(Photo: News18)
advertisement
3/6
৪৫ বছরে সবচেয়ে দেরিতে বর্ষা এলেও এর মধ্যে দু'দিনে প্রায় ৫৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মুম্বইয়ে । যানযট, লোকাল ট্রেন বাতিল-দুর্ভোগে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। একদিকে বেহাল নিকাশিব্যবস্থা, অন্যদিকে প্রশাসনের অপদার্থতাকেই দায়ী করেছেন বাসিন্দারা। (Photo: News18)
advertisement
4/6
তবে এবার নয়া অজুহাত এনেছেন মুম্বই পুরপ্রধান প্রবীণ পরদেশী । জলবায়ুর সার্বিক পরিবর্তনের জন্যই এই অবস্থা বলে দাবি করেছেন তিনি । এর আগে কোনও দিনও এক মাসের বৃষ্টি দু'দিনে হয়নি , কিন্তু এবছর তা হয়েছে ও আরও বেশি বৃষ্টিপাত হবে । এটি সম্পূর্ণ ভৌগোলিক ঘটনা, এমনই ব্যাখ্যা দিয়েছেন পুরপ্রধান । (Photo: News18)
advertisement
5/6
নালাসপোরায় প্রায় একহাঁটু জলের মধ্যে দিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ । বন্ধ দোকানপাট, শুনশান রাস্তা-দু'দিনের বৃষ্টিতে অন্য চেহারা নিয়েছে ব্যস্ত বাণিজ্যনগরী । (Photo: News18)
advertisement
6/6
ডুবে গিয়েছে মাতুঙ্গা রেলস্টেশন । মেরিন লাইন-চার্চগেটে বন্ধ স্বাভাবিক রেলচলাচল । এর মধ্যেই মৃত্যু হয়েছে ২৫ জনের। দোষারোপের মধ্যেই জীবনযাত্রার লড়াই চালিয়ে যাচ্ছে মুম্বই । (Photo: News18)