Maharashtra Civic Body Polls: পুরভোট ঘিরে জমজমাট মুম্বই...২০ বছর পরে হাত ধরেছেন ‘ঠাকরে ব্রাদার্স’, একনাথের সঙ্গেই আছে বিজেপি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিজেপির দুর্নীতিতে অভিযুক্ত নেতা নবাব মালিককে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি দা, অজিত পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অংশটি এককভাবে এগিয়ে যাচ্ছে। তবে, এনসিপি লাভের আশা করছে, বিশেষ করে পুনেতে, যেখানে অবিভক্ত দলটি ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত এক দশক ধরে পৌর সংস্থা পরিচালনা করেছিল।
advertisement
1/7

মুম্বই: দীর্ঘ ৯ বছর পরে নিজের শহরের মেয়র নির্বাচনের জন্য ভোট দিচ্ছে দেশের বাণিজ্য রাজধানী মুম্বই৷ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) ২২৭ টি ওয়ার্ডের প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন শহরবাসী৷ আগামিকাল, ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে গণনা৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে গ্রেটার মুম্বই জুড়ে শুরু হয়েছে ভোটগ্রহণ৷ চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত৷
advertisement
2/7
ভারতের বৃহত্তম এবং ধনী নাগরিক সংস্থা বৃহন্মুম্বাই পুর কর্পোরেশন (বিএমসি) -এ প্রতিটি ওয়ার্ড থেকে মাত্র একজন সদস্য নির্বাচিত হন, তাই প্রতিটি ভোটারকে কেবল একটি ভোটই দিতে হয়। পুরসভা ভোটে মুম্বইয়ে ২২৭টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১,৭২৯ জন প্রার্থী৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর৷ মোতায়েন করা হয়েছে ২৫,০০০ পুলিশ কর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা। Photo: PTI
advertisement
3/7
এই পুরসভা নির্বাচনকে সামনে রেখে যাবতীয় মতান্তর সরিয়ে রেখে ফের পরস্পরের হাত ধরেছেন উদ্ধব এবং রাজ ঠাকরে৷ ২০টা বছর৷ একে অপরের মুখদর্শন করেননি দু’জন৷ কিন্তু, ‘মরাঠা’র মুখ চেয়ে পরস্পরের হাত ধরেছেন ‘ঠাকরে ব্রাদার্স’ উদ্ধব এবং রাজ৷ বৃহন্মুম্বই পুরসভার নির্বাচনে তাঁরা একইসঙ্গে ভোটযুদ্ধে নেমেছেন৷ মুম্বইয়ে ফের ‘ঠাকরে’ জমানা ফেরানোর সূত্রপাত হতে পারে এই বিএমসি নির্বাচন৷ বলবে অবশ্য রেজাল্ট৷ Photo: PTI
advertisement
4/7
অন্যদিকে, এনসিপির অজিত পওয়ার এই নির্বাচনে একাই লড়ছে৷ জোটসঙ্গী বিজেপির সঙ্গে নয়৷ এনসিপি নেতা নবাব মালিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে তাঁকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল বিজেপি৷ কিন্তু, তা মেনে নেয়নি এনসিপি৷ তবে মনে করা হচ্ছে, এসব সত্ত্বেও পুণে পুর ভোটে ফের জয়লাব করতে পারে এনসিপি৷ ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত পুণে পুরবোর্ডের ক্ষমতা এনসিপির হাতেই ছিল৷ Photo: PTI
advertisement
5/7
শিবসেনা একনাথ শিণ্ডে বিএমসি-র ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ অন্যদিকে, জোটসঙ্গী বিজেপি যারা ২০১৯ সালে ৮২টি আসন জিতেছিল, তারা ২২৭টি আসনের মধ্যে ১৩৭টিতেই প্রতিদ্বন্দ্বিতা করছে৷ Photo: PTI
advertisement
6/7
বিজেপির দুর্নীতিতে অভিযুক্ত নেতা নবাব মালিককে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি দা, অজিত পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অংশটি এককভাবে এগিয়ে যাচ্ছে। তবে, এনসিপি লাভের আশা করছে, বিশেষ করে পুনেতে, যেখানে অবিভক্ত দলটি ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত এক দশক ধরে পৌর সংস্থা পরিচালনা করেছিল। Photo: PTI
advertisement
7/7
মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে নাগপুরে ভোট দেওয়ার পর, গণতন্ত্রে ভোটদানের গুরুত্বের উপর জোর দেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ একে প্রতিটি নাগরিকের প্রধান কর্তব্য বলে অভিহিত করেন তিনি। বলেন, জনকল্যাণের কথা মাথায় রেখে ভোটারদের একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে৷ তিনি আরও বলেন যে, ভোটদান তাঁর "দিনের প্রথম কর্তব্য" ছিল, তাই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য তাড়াতাড়ি এসেছিলেন। Photo: PTI