Mumbai Attack 26/11: আমেরিকা থেকে ভারতে মুম্বই হামলার জঙ্গি! কে এই তাহাউর রানা? কোথায় রাখা হবে তাকে...সব ছকে ফেলেছে NIA
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
০১১ সালে তাহাউর রানা, ডেভিড হেডলে-সহ আরও ৬ জনের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো ও চক্রান্ত করার অভিযোগে চার্জশিট ফাইল করে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷
advertisement
1/8

ট্রাম্পের অনুমতি মিলেছিল কিছুদিন আগেই৷ মুম্বই ২৬/১১ হামলার অন্যতম পাকজঙ্গি তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয় আমেরিকা৷ এরপরেই তাকে ভারতে নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় ভারতের মাল্টি-এজেন্সি টিম৷
advertisement
2/8
প্রশ্ন হচ্ছে কে এই তাহাউর রহমান? ২০০৮ সালের পর থেকেই সে আমেরিকায় লুকিয়ে ছিল? কোন কোন শর্তে তাকে ভারতের হাতে প্রত্যর্পণ করেছে ট্রাম্প সরকার? ভারতে কোথায় রাখা হবে তাকে? রয়েছে হাজারো প্রশ্ন৷
advertisement
3/8
তাহাউর রানা একজন কানাডায় বসবাসকারী পাক বংশোদ্ভূত ব্যবসায়ী৷ একসময় জঙ্গি গোষ্ঠীর লস্কর-এ-তইবার সক্রিয় সদস্য ছিল৷ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলের ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করা থেকে শুরু করে তাকে অর্থনৈতিক সাহায্য করা, সবটাই করেছিল তাহাউর৷
advertisement
4/8
২০১১ সালে তাহাউর রানা, ডেভিড হেডলে-সহ আরও ৬ জনের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানো ও চক্রান্ত করার অভিযোগে চার্জশিট ফাইল করে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷
advertisement
5/8
চার্জশিটের সপক্ষে তাহাউরের বিরুদ্ধে ১৩৪ জনের সাক্ষ্য, ২১০ নথি অবং ১০৬টি ইমেল প্রমাণ স্বরূপ দেওয়া হয়৷ সেই ইমেলের মধ্যে এমন ই-মেলেও ছিল, যেখানে মুম্বই হামলা চালানোর পরে ডেভিড হিডলের স্ত্রী তাঁকে ‘অভিনন্দন’ জানিয়েছিল এবং বলেছিল, ‘তিনি সারা দিন শো (মুম্বই হামলার ব্রডকাস্ট) দেখেছেন৷’ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির সঙ্গে একটানা যোগাযোগ রেখে যাচ্ছিল তাহাউর রানা৷
advertisement
6/8
চার্জশিট বলে, পাকিস্তানের লস্কর-এ-তইবা এবং হারাকাত-উল-জিহাদ-আল-ইসলামি নামক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ায় ২০০৫ সাল থেকে মুম্বই হামলার চক্রান্তের শরিক হয়৷ তাহাউর মুম্বই হামলার অন্যতম কার্যনির্বাহী চক্রী ডেভিড হিডলেকে যাবতীয় আর্থিক সাপোর্ট করত৷
advertisement
7/8
ভারতে নিয়ে আসার পরেই তাহাউরকে নিয়ে তোলা হবে পাটিয়ালা হাউজ স্পেশাল এনআইএ কোর্টে৷ আদালতে তাহাউরকে হেফাজতে চাইবে এনআইএ৷ হেফাজতে রেখে মুম্বই হামলার চক্রান্ত নিয়ে তাকে জেরা করতে চান তদন্তকারীরা৷ ভারতে তাহাউরকে রাখা হচ্ছে তিহাড় জেলে৷
advertisement
8/8
এনআইএ-র ধারণা, মুম্বই হামলা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খবরাখবর ছিল তাহাউর রানার কাছে৷ হামলার এক সপ্তাহ আগেই স্ত্রী সমরাথ রানা আখতারকে নিয়ে ২০০৮ সালের ১৩-২১ নভেম্বরের মধ্যে হাপুর, দিল্লি, আগ্রা, কোচি, আহমেদাবাদ এবং মুম্বইয়ে রেকি করেছিল রানা৷ কেন এতগুলো জায়গায় তাহাউর গিয়েছিল, সেটা তার কাছ থেকে জানতে চায় এনআইএ৷