TRENDING:

MP Groom Suffers Heart Attack: সামনে বউ, ঘোড়ার উপর বর! তুমুল আনন্দের মধ্যে মুহূর্তে সব শেষ! লুটিয়ে পড়ে বরের মৃত্যু! বিয়ের আসরে আসলে কী ঘটল জানেন?

Last Updated:
MP Groom Suffers Heart Attack: কিছুক্ষণের মধ্যেই নুইয়ে পড়েন বর। ধীরে ধীরে মুখ গুঁজে সামনে ঝুঁকে পড়ে তাঁর শরীর। তা দেখেই তড়িঘড়ি তাঁকে ধরে ফেলেন সঙ্গীরা।
advertisement
1/6
সামনে বউ, ঘোড়ার উপর বর! তুমুল আনন্দের মধ্যে মুহূর্তে সব শেষ! লুটিয়ে পড়ে বরের মৃত্যু!
বিয়ে করতে গিয়ে কী সর্বনাশ কাণ্ড! চারিদিকে চলছে গান-বাজনা, হই-হুল্লোড়। ঘোড়ায় চেপে বিয়ে করতে যাচ্ছিলেন বর। কিন্তু হঠাৎই ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থাতেই সব শেষ।
advertisement
2/6
কিছুক্ষণের মধ্যেই নুইয়ে পড়েন বর। ধীরে ধীরে মুখ গুঁজে সামনে ঝুঁকে পড়ে তাঁর শরীর। তা দেখেই তড়িঘড়ি তাঁকে ধরে ফেলেন সঙ্গীরা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার রাতে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। ওই ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/6
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুর জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম, প্রদীপ জাট। তিনি কংগ্রেসের প্রাক্তন যুবনেতা ছিলেন ওই এলাকার। ভিডিওতে দেখা গিয়েছে, ঘোড়ায় চড়ে বিয়ের আসরে ঢোকেন তিনি। নাচতে নাচতে আচমকাই ঘোড়ার সামনে ঝুঁকে পড়েন। সকলেই তখন নাচে মত্ত ছিলেন। কয়েকজন আবার পাত্রীকে ঘিরেছিলেন। বিষয়টি প্রাথমিকভাবে কারও চোখে পড়েনি।
advertisement
4/6
পাত্রকে কিছুক্ষণ লুটিয়ে থাকতে দেখে হঠাৎ একজন ছুটে এসে তাঁকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন। নাচ থামিয়ে বাকিরাও ছুটে আসেন তখন। দ্রুত প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কার্ডিয়াক অ্যারেস্টে ২৬ বছর বয়সি তরুণের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
5/6
কয়েকদিন আগেই মধ্যপ্রদেশেই এমনই আচমকা মৃত্যুর ঘটনা ঘটেছিল। বোনের বিয়েতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচার সময় মঞ্চেই আচমকা পড়ে যান পরিণীতা জৈন নামে এক মহিলা। আপাতভাবে সুস্থ ওই মহিলা নাচতে নাচতে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তাঁর, মারা যান তিনি।
advertisement
6/6
আর এ ক্ষেত্রে মৃত্যু হল খোদ বরের। মর্মান্তিক ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, বরের পোশাকে খোশ মেজাজেই বিয়ের আসরে পৌঁছন প্রদীপ। শারীরিক অস্বস্তির ছাপটুকু বোঝা যায়নি। পাত্রপক্ষ নাচ করছিল তাঁকে ঘিরেই। তাঁর শারীরিক অসুস্থতা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা খবর/ছবি/দেশ/
MP Groom Suffers Heart Attack: সামনে বউ, ঘোড়ার উপর বর! তুমুল আনন্দের মধ্যে মুহূর্তে সব শেষ! লুটিয়ে পড়ে বরের মৃত্যু! বিয়ের আসরে আসলে কী ঘটল জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল