TRENDING:

Mother Daughter: মায়ের পরকীয়া ধরে ফেলেছিল মেয়ে, সায়েস্তা করতে মেয়ের স্নানের ভিডিও অনলাইনে ছড়িয়ে দিল নিজের মা-ই

Last Updated:
মেয়ের স্নান, পোশাক বদলানোর 'ফুটেজ' গোপনে তুলে রাখল খোদ মা আর সেই ভিডিও ভাগ করে নিল বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে! এখানেই শেষ নয়! নিজের মেয়ের স্নানের ভিডিও মহিলা শেয়ার করল শোশ্যাল মিডিয়াতেও
advertisement
1/7
মায়ের পরকীয়া ধরে ফেলেছিল মেয়ে,সায়েস্তা করতে মেয়ের স্নানের ভিডিও অনলাইনে ছড়িয়ে দিল নিজের মা
মেয়ের স্নান, পোশাক বদলানোর 'ফুটেজ' গোপনে তুলে রাখল খোদ মা আর সেই ভিডিও ভাগ করে নিল বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে! এখানেই শেষ নয়! নিজের মেয়ের স্নানের ভিডিও মহিলা শেয়ার করল শোশ্যাল মিডিয়াতেও। পুণের বিবওয়াড়ি এলাকার ঘটনায় চমকে গিয়েছে সাধারণ মানুষ থেকে পুলিশ-প্রশাসন। ঠিক কী হয়েছিল?
advertisement
2/7
জানা যায়, মহিলার অষ্টম শ্রেণিতে পড়া মেয়েই মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। এর পরই পুলিশ মহিলাকে আটক করে,আপাতত সে পুলিশি হেফাজতে আছে।
advertisement
3/7
মেয়েটি কীভাবে মায়ের 'কীর্তি' টের পেল? পুলিশ জানায়, মেয়েটি প্রথম জানুয়ারি মাসে মায়ের 'কুকীর্তি' জানতে পারে। তার কাকিমা তাকে প্রথম জানায়, যে তার মা পরিবারের মধ্যে তার স্নান ও পোশাক বদলানোর গোপন ভিডিও ছড়িয়ে দিয়েছে। তার নিজের মোবাইলেও এসেছে সেই ভিডিও।
advertisement
4/7
মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। মহিলার ফোন থেকে মেয়ের স্নান ও পোশাক পালটানোর ভিডিও উদ্ধার হয়। পুলিশের কাছে মেয়েটির অভিযোগ, সে তার মায়ের পরকীয়া ধরে ফেলেছিল, জানিয়ে দিয়েছিল বাড়িওয়ালাকেও। সে যাতে মায়ের পরকীয়ার কথা আর কাউকে না জানায়, তাই মা তার স্নানের ও পোশাক বদলানোর ভিডিও তুলে রাখে এবং পরিবারের মধ্যে ছড়িয়ে দেয়।
advertisement
5/7
পুণের বিবওয়াড়ি পুলিশ স্টেশনের এসআই শঙ্কর সালুঙ্কে জানান, মহিলা ভয় পেয়েছিল যে তার মেয়ে হয়তো তার সম্পর্কের কথা আরও ফাঁস করে দেবে, কাজেই পরিবারের মনোযোগ অন্যদিকে সরাতে মহিলা নিজের মেয়ের ভিডিও শ্যুট করে ছড়িয়ে দেয়। পুলিশ আরও জানিয়েছে, মহিলাকে এই কাজে সাহায্য করেছে তার প্রেমিক। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
6/7
তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে জানতে পেরে, মহিলা তার প্রেমিকের সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশ তদন্ত চালিয়ে যেতে থাকে এবং তিন মাস পর তার অবস্থান সম্পর্কে গোপন সূত্রে খবর পায়। পুলিশ জানায়,মহিলা ও তার প্রেমিক একটি হোটেলে ভাড়া ছিল।
advertisement
7/7
পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় খাদকবাসলা ড্যামের কাছে দু'জনকে দেখা যায়। সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।
বাংলা খবর/ছবি/দেশ/
Mother Daughter: মায়ের পরকীয়া ধরে ফেলেছিল মেয়ে, সায়েস্তা করতে মেয়ের স্নানের ভিডিও অনলাইনে ছড়িয়ে দিল নিজের মা-ই
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল