TRENDING:

Most Dirty Trains In India List: দেশের সবচেয়ে নোংরা ১০টি ট্রেন কোনগুলি? তালিকার 'দুই' নামেই বিরাট চমক! অজান্তে টিকিট কাটলে আফসোসের শেষ থাকবে না! দেখুন লিস্ট

Last Updated:
Top Dirty Trains in India: বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে ট্যুইটার ছাড়াও রেল অ্যাপে ভারতীয় রেলের কাছেও মানুষ এই বিষয়ে অভিযোগ করছেন। আজ আমরা সেই ১০ টি ট্রেনের কথা বলতে চলেছি, যেগুলিতে ভারতীয় রেল নোংরা ও আবর্জনা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছে।
advertisement
1/10
দেশের সবচেয়ে নোংরা ১০ ট্রেন কোনগুলি? তালিকার 'দুই' নামেই বিরাট চমক! দেখুন লিস্ট
ভারতীয় রেল এ দেশের অন্যতম জনপ্রিয় গণ পরিবহন মাধ্যম। গত কয়েক বছরে রেলের সুবিধার অনেক উন্নতি দেখা গেলেও কিছু ক্ষেত্রে খামতিও রয়েছে অনেক। রাজধানী এক্সপ্রেস থেকে গরীব রথ এবং অন্যান্য এক্সপ্রেস ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা অনেকেই ট্রেনে ছড়ানো ছিটানো ময়লা ও আবর্জনা নিয়ে অত্যন্ত বিরক্ত।
advertisement
2/10
সম্প্রতি বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে ট্যুইটার ছাড়াও রেল অ্যাপে ভারতীয় রেলের কাছেও মানুষ এই বিষয়ে অভিযোগ করছেন। আজ আমরা সেই ১০ টি ট্রেনের কথা বলতে চলেছি, যেগুলিতে ভারতীয় রেল নোংরা ও আবর্জনা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছে। আপনিও যদি এই ট্রেনগুলিতে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে একবার ভেবে দেখতে পারেন যাবেন কি না।
advertisement
3/10
ভারতীয় রেলওয়ে সর্বদাই যাত্রী সুবিধার্থে তৎপর থাকে। সেই মতো কাজও চলছে জোরকদমে। তবে অপরিষ্কার ট্রেন নিয়ে অভিযোগ কিন্তু এখনও সামনে আসছে। প্রায়ই রেল মদতে এমন অভিযোগ জমা করেন যাত্রীরা।
advertisement
4/10
.সেক্ষেত্রে বলা যায়, ট্রেন অপরিষ্কার করা নিয়ে এখনও রেলওয়ের নিঃসন্দেহে কিছু কাজ করা বাকি। তবে এর দায়ভার রেলের চেয়েও অনেক বেশি যায় যাত্রীদেরই। কারণ কিছু অবিবেচক রেলযাত্রীরা কারণ ছাড়াই রেল ময়লা করে। যার ফল ভুগতে হয় অন্য যাত্রীদের ও অভিযোগ শুনতে হয় ভারতীয় রেলকে।
advertisement
5/10
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, গত এক মাসে Rail Madad অ্যাপে প্রাপ্ত অভিযোগ অনুসারে, সহরসা-অমৃতসর গরীব রথ ট্রেনটি দেশের অন্যতম অপরিচ্ছন্ন ট্রেন।
advertisement
6/10
এই ট্রেনটি পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসা জেলা পর্যন্ত যায়। অপরিচ্ছন্ন নিয়ে এই ট্রেনের বিরুদ্ধে বারেবারেই অভিযোগ জমা পড়ে। কোচ থেকে শুরু করে টয়লেট একাধিক ক্ষেত্রে এমন অভিযোগ রয়েছে।
advertisement
7/10
এছাড়া, যোগবানী-আনন্দ বিহার সীমান্ত এক্সপ্রেস, শ্রী মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস, বান্দ্রা-শ্রী মাতা বৈষ্ণো দেবী স্বরাজ এক্সপ্রেস, ফিরোজপুর-আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এই ট্রেনগুলির ক্ষেত্রেও অভিযোগ একই। তবে রিপোর্ট বলছে, রেল মদতে পরিষ্কারের অভাব নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সহরসা-অমৃতসর গরীব রথের উপরেই।
advertisement
8/10
এছাড়া, দিল্লি থেকে বিহারগামী আনন্দ বিহার-জোগবানী সীমাঞ্চল এক্সপ্রেস, অমৃতসর ক্লোন স্পেশাল ট্রেনের ক্ষেত্রেও বেশ কয়েকবার একই অভিযোগ উঠেছিল। তবে এই অভিযোগগুলি বিগত এক মাসের ভিত্তিতে। শুধু ময়লা নয়, অনেক ক্ষেত্রে জল না দেওয়া, নোংরা কম্বল-চাদর দেওয়ার মতো অভিযোগও উঠেছে একাধিকবার।
advertisement
9/10
প্রিমিয়াম ট্রেনগুলিরও রেহাই নেই প্রচুর অর্থ খরচ করে প্রায় বিমানের টাকা খরচ করে প্রিমিয়াম ট্রেনের টিকিট কাটেন অনেকেই। সেই ট্রেনগুলির বিরুদ্ধেও কখনও এমন অভিযোগ ওঠে। রাজধানী এক্সপ্রেসেও কয়েকজন যাত্রী এই অভিযোগ করেন।
advertisement
10/10
এমনকি প্রথম দিন পূর্ব ভারতের প্রথম হাওড়া-NJP বন্দে ভারত এক্সপ্রেসটি জলপাইগুড়ি থেকে ফেরার সময় টয়লেট অপরিষ্কার ছিল বলে অভিযোগ করেছিলেন একাধিক যাত্রী। যদিও রেলের তরফে জানানো হয়েছে, নোংরা দ্রুত সরিয়ে ফেলতে বর্তমানে ট্রেনে অন বোর্ড হাউস কিপিং সার্ভিস চালু করা হয়েছে। ফলে অভিযোগ পাওয়া মাত্রই সেই সমস্যা মেটানো সম্ভব হয়।
বাংলা খবর/ছবি/দেশ/
Most Dirty Trains In India List: দেশের সবচেয়ে নোংরা ১০টি ট্রেন কোনগুলি? তালিকার 'দুই' নামেই বিরাট চমক! অজান্তে টিকিট কাটলে আফসোসের শেষ থাকবে না! দেখুন লিস্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল