চাদিফাটা রোদ, জ্বালাপোড়া গরম! বর্ষা আসবে কবে? skymet দিল বিরাট আপডেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
monsoon prediction 2023: কবে নামবে শান্তির বৃষ্টি? কবে থেকে এবার বর্ষা? জানা গেল বড়সড় আপডেট।
advertisement
1/9

গায়ে জ্বালা ধরানো গরম। কবে মুক্তি মিলবে! বিকেলের দিকে ঝড়ের দাপটে তাপমাত্রা কিছুটা কমছে বটে। তবে সকাল হলেই আবার সেই প্রচণ্ড গরম। বৃষ্টির দেখা সেভাবে নেই।
advertisement
2/9
সবার মনে এখন একটাই প্রশ্ন, বর্ষা আসবে কবে! এবার কি ঠিক সময়ে বর্ষা আসবে! বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেট বর্ষা আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে।
advertisement
3/9
আইএমডি এখনও বর্ষা কবে আসবে তা নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি। তবে Skymet জানাচ্ছে, এবার দেশে বর্ষা আসবে দেরিতে।
advertisement
4/9
স্কাইমেটের প্রতিষ্ঠাতা তিন সিং টুইটে দাবি করেছেন, এবার জুন মাসের মাঝামাঝি সময়েও দেশের বিভিন্ন প্রান্তে গরম থাকবে।
advertisement
5/9
১৮ মে থেকে উত্তর ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্কাইমেট। তবে দেশের অন্যান্য অংশে বর্ষা আগমনের চিহ্ন এবার খুবই ক্ষীণ।
advertisement
6/9
স্কাইমেট দাবি করেছে, বর্ষা দেরিতে আসায় এবার খারিফ শস্য রোপণেও দেরি হতে পারে দেশের বেশিরভাগ অংশে।
advertisement
7/9
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত ১লা জুনের আগে-পরে কেরল উপকূলে প্রবেশ করে। তবে এবার ১৫ দিনের পূর্বাভাসে স্কাইমেট বলছে, বর্ষা আসতে দেরি হবে।
advertisement
8/9
স্কাইমেট এর আগে দাবি করেছিল, এবার স্বাভাবিকের থেকে ব়ৃষ্টি হবে কম পরিমাণে।
advertisement
9/9
২০১৯ থেকে ২০২২, টানা চার বছর দেশের বিভিন্নি জায়গায় বর্ষা স্বাভাবিক হয়েছে। তবে এবার এল নিনোর জন্য বর্ষার সময় বৃষ্টিপাত কম হতে পারে বলে মনে করছে স্কাইমেট।