TRENDING:

চাদিফাটা রোদ, জ্বালাপোড়া গরম! বর্ষা আসবে কবে? skymet দিল বিরাট আপডেট

Last Updated:
monsoon prediction 2023: কবে নামবে শান্তির বৃষ্টি? কবে থেকে এবার বর্ষা? জানা গেল বড়সড় আপডেট।
advertisement
1/9
চাদিফাটা রোদ, জ্বালাপোড়া গরম! বর্ষা আসবে কবে? skymet দিল বিরাট আপডেট
গায়ে জ্বালা ধরানো গরম। কবে মুক্তি মিলবে! বিকেলের দিকে ঝড়ের দাপটে তাপমাত্রা কিছুটা কমছে বটে। তবে সকাল হলেই আবার সেই প্রচণ্ড গরম। বৃষ্টির দেখা সেভাবে নেই।
advertisement
2/9
সবার মনে এখন একটাই প্রশ্ন, বর্ষা আসবে কবে! এবার কি ঠিক সময়ে বর্ষা আসবে! বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেট বর্ষা আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে।
advertisement
3/9
আইএমডি এখনও বর্ষা কবে আসবে তা নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি। তবে Skymet জানাচ্ছে, এবার দেশে বর্ষা আসবে দেরিতে।
advertisement
4/9
স্কাইমেটের প্রতিষ্ঠাতা তিন সিং টুইটে দাবি করেছেন, এবার জুন মাসের মাঝামাঝি সময়েও দেশের বিভিন্ন প্রান্তে গরম থাকবে।
advertisement
5/9
১৮ মে থেকে উত্তর ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্কাইমেট। তবে দেশের অন্যান্য অংশে বর্ষা আগমনের চিহ্ন এবার খুবই ক্ষীণ।
advertisement
6/9
স্কাইমেট দাবি করেছে, বর্ষা দেরিতে আসায় এবার খারিফ শস্য রোপণেও দেরি হতে পারে দেশের বেশিরভাগ অংশে।
advertisement
7/9
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত ১লা জুনের আগে-পরে কেরল উপকূলে প্রবেশ করে। তবে এবার ১৫ দিনের পূর্বাভাসে স্কাইমেট বলছে, বর্ষা আসতে দেরি হবে।
advertisement
8/9
স্কাইমেট এর আগে দাবি করেছিল, এবার স্বাভাবিকের থেকে ব়ৃষ্টি হবে কম পরিমাণে।
advertisement
9/9
২০১৯ থেকে ২০২২, টানা চার বছর দেশের বিভিন্নি জায়গায় বর্ষা স্বাভাবিক হয়েছে। তবে এবার এল নিনোর জন্য বর্ষার সময় বৃষ্টিপাত কম হতে পারে বলে মনে করছে স্কাইমেট।
বাংলা খবর/ছবি/দেশ/
চাদিফাটা রোদ, জ্বালাপোড়া গরম! বর্ষা আসবে কবে? skymet দিল বিরাট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল