Delhi Breaks Rainfall Record: বর্ষার দোসর পশ্চিমী ঝঞ্ঝা! দিল্লিতে ১ দিনে গত ৪১ বছরে রেকর্ড বৃষ্টি! পূর্ব ভারতে কবে আসছে বৃষ্টি, জানুন আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Delhi Breaks Rainfall Record: গত ৪১ বছরে জুলাই মাসে একদিনে এত বৃষ্টি দেখেনি দিল্লি।
advertisement
1/9

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত দিল্লি-সহ উত্তর ভারত। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর অংশে বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটারের বেশি। জম্মু কাশ্মীর, হরিয়ানা-সহ একাধিক অঞ্চলে দ্বিতীয় দিনের জন্য সোমবার জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
advertisement
2/9
দিল্লিতে সফদরজং অবজারভেটরির পরিসংখ্যান বলছে শনিবার ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। গত ৪১ বছরে জুলাই মাসে এত বৃষ্টি দেখেনি দিল্লি।
advertisement
3/9
গ্রীষ্মের দাহ থেকে স্বস্তির মুক্তি দেওয়া বৃষ্টি এখন বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিপদসীমার উপর বইতে থাকা ফুঁসে ওঠা পাহাড়ি নদীগুলি ডেকে এনেছে হড়পা বান এবং ধস।
advertisement
4/9
জায়গায় জায়গায় ধস বিচ্ছিন্ন করে দিয়েছে একাধিক অঞ্চল। চরম বিপদে পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
advertisement
5/9
ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং ভয়াবহ বর্ষার ফলে দেশের হিমালয়ান অংশে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে।
advertisement
6/9
প্রতি বছরই জুলাই মাসে ভারতে বর্ষার বৃষ্টি হয়। কিন্তু এ বার তার সঙ্গে যোগ হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ভূমধ্যসাগরীয় অংশে তৈরি হওয়া বৃষ্টি পরিস্থিতি জলীয় বাষ্প হিমালয়ের পশ্চিম অংশে।
advertisement
7/9
জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শনিবার চণ্ডীগড়ে বৃষ্টি হয়েছে ৩০২ মিলিমিটার। অম্বালায় ২২০ মিলিমিটার, হিমাচল প্রদেশে ১৬০ মিলিমিটার এবং ধর্মশালায় ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
advertisement
8/9
আবহাওয়া দফতরের পূর্বাভাস ১১ জুলাই বা মঙ্গলবারের পর থেকে উত্তর ভারতে বর্ষণের পরিমাণ কমবে। বরং পূর্ব ভারতে বাড়বে বৃষ্টি।
advertisement
9/9
বৃষ্টি তৈরির পরিস্থিতি ক্রমশ এগোচ্ছে দেশের পূর্বাঞ্চলের দিকেই। বর্ষাকালীন ঝোড়ো বাতাসে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল বলে পূর্ব ভারতে বিলম্বিত হয়েছে বর্ষার স্বাভাবিক বৃষ্টি।