TRENDING:

Monsoon 2023: 'এল নিনো'-র রক্তচক্ষু...! জুলাইয়ের শুরুতেই আমূল ভোলবদল আবহাওয়ার! বর্ষায় গরম হবে চরম? খেল শুরু

Last Updated:
Monsoon 2023: এল নিনো তাণ্ডবে বাধা পড়বে বর্ষা! সিঁদুরে মেঘ আকাশে! বর্ষা সূচনার বিলম্ব কোনওভাবেই গোটা মরশুমের বৃষ্টিপাতকে সে ভাবে প্রভাবিত করে না, কিন্তু এই বছর বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে 'এল নিনো'। যার দ্বারা বর্ষা প্রভাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
1/17
'এল নিনো'-র রক্তচক্ষু..! জুলাইয়ের শুরুতেই আমূল বদল আবহাওয়ার! বর্ষায় গরম হবে চরম?
বর্ষার পথে হয়েছে দেরি। ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে চলতি বছর দেশে বিলম্বে প্রবেশ করেছে বর্ষা। তবে ইতিমধ্যেই দেশের বেশিরভাগ জায়গায় পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। চলতি বছর স্বাভাবিক হবে বর্ষা, আশাবাদী মৌসম ভবন। যদিও 'এল নিনো'- র প্রভাব উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে।
advertisement
2/17
এই মুহূর্তে বর্ষা উত্তর সীমা (NLM) পোরবন্দর, আহমেদাবাদ, উদয়পুর, নারনউল, ফিরোজপুরের মধ্য দিয়ে যাচ্ছে এবং আইএমডি-র পূর্বাভাস বলছে গুজরাত, রাজস্থান, হরিয়ানার বাকি অংশ এবং আরও কিছু অংশে অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল।
advertisement
3/17
আগামী দু'দিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির উপর বর্ষার প্রভাব বিস্তৃত হবে `বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
4/17
সাধারণত, ১ জুন মুম্বই ,১১ জুন দিল্লি এবং ২৭ জুনের মধ্যে কেরলে বর্ষা আসে। এরপরে ৮ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশ জুড়ে।
advertisement
5/17
এই বছর বর্ষা ৮ জুন কেরলে পৌঁছয় - স্বাভাবিক বর্ষা সূচনার তারিখের থেকে প্রায় আট দিন পরে।
advertisement
6/17
বর্ষা, যার উপর ভারতের প্রায় অর্ধেক কৃষিক্ষেত্র নির্ভর করে, বেশিরভাগ সময় একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে। জুন-সেপ্টেম্বর এই চার মাসের বৃষ্টি দেশের জলাধার, ভূগর্ভস্থ জলস্তর, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, সামগ্রিক অর্থনীতি ও জীবনযাপন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
7/17
এল নিনো এবং বর্ষা যদিও বর্ষা সূচনার বিলম্ব কোনওভাবেই গোটা মরশুমের বৃষ্টিপাতকে সে ভাবে প্রভাবিত করে না, কিন্তু এই বছর বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে 'এল নিনো'। যার দ্বারা বর্ষা প্রভাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
8/17
এল নিনো, দক্ষিণ আমেরিকার কাছে প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা, সাধারণত ভারতে মৌসুমি বায়ুর দুর্বলতা এবং শুষ্ক আবহাওয়ার সঙ্গে সম্পর্ক যুক্ত।
advertisement
9/17
স্কাইমেটের মহেশ পালাওয়াতের মতে, “এল নিনোর প্রভাব জুলাইয়ের প্রথম সপ্তাহে লক্ষণীয় হয়ে উঠবে। যার ফলে খরার মতো পরিস্থিতি হবে না তবে বৃষ্টিপাত কম। বিশেষত পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। এর প্রভাব এই মরশুমের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।”
advertisement
10/17
US-এর ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকদের একাংশের দাবি, মানুষ যা আশা করছে তার থেকে শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে।
advertisement
11/17
কী এল নিনো? ২০১৫ সালে প্রশান্ত মহাসাগরে দেখা পাওয়া গিয়েছিল এল নিনোর। ২০২৩ সালে ফের একবার তা প্রত্যাবর্তন করেছে বলে দাবি গবেষকদের একাংশের।
advertisement
12/17
এল নিনো একটি উষ্ণ সামুদ্রিক স্রোত যাঁর প্রভাব পড়ে একাধিক দেশের আবহাওয়ার উপর। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ হল ছোট ছেলে।
advertisement
13/17
বিশেষজ্ঞদের একাংশের মতে, চলতি বছর বর্ষার উপর প্রভাব বিস্তার করতে পারে এল নিনো। যদিও চলতি বছর বর্ষা স্বাভাবিক হতে চলেছে, এমনটাই জানিয়েছে IMD।
advertisement
14/17
কেন দেরিতে প্রবেশ করল বর্ষা? গত রবিবার দিল্লি এবং মুম্বইয়ে একসঙ্গে প্রবেশ করেছে বর্ষা। IMD সূত্রে খবর, ১৯৬১ সালের ২১ জুনের পর এই বছরই তা প্রথম। দিল্লিতে নির্ধারিত সময়ের দুই দিন আগে প্রবেশ করেছে বর্ষা, যদিও মুম্বইয়ে নির্ধারিত সময়ের দুই দিন পরে মৌসুমী বায়ু প্রবেশ করল।
advertisement
15/17
ইতিমধ্যেই বাংলায় সমস্ত জেলাতেই প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর জেরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নাগাড়ে চলছে বৃষ্টিপাত। জুন মাসে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।
advertisement
16/17
এদিকে বর্তমানে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী সপ্তাহে বদলাতে চলেছে আবহাওয়ার মুড।
advertisement
17/17
আবহবিজ্ঞানীদের সূত্রে জানা যাচ্ছে এমনটাই। যদিও, এখনও পর্যন্ত আশ্বস্ত করছে মৌসম ভবন।এই বছর স্বাভাবিক হতে চলেছে বর্ষা, এমনটাই আশ্বাস আইএমডি-র।
বাংলা খবর/ছবি/দেশ/
Monsoon 2023: 'এল নিনো'-র রক্তচক্ষু...! জুলাইয়ের শুরুতেই আমূল ভোলবদল আবহাওয়ার! বর্ষায় গরম হবে চরম? খেল শুরু
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল