Weather: ঝড়বৃষ্টি-বজ্রপাত কোথায় কোথায়? এক ক্লিকে এলাকার আবহাওয়ার সব তথ্য, কীভাবে দেখুন
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Rain with thunderstorm lightening alert: ঝড়বৃষ্টির পূর্বাভাস মোবাইলে আসবে। মবাইলে অ্যাপ ডাউনলোড করে নিলে সেখান থেকেই পাওয়া যাবে স্থানীয় আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস।
advertisement
1/9

ভোরের দিকে মেঘলা থাকলেও সকাল বাড়তে না বাড়তেই শুরু হচ্ছে অগ্নিবর্ষণ। আবার বিকেলের দিকে অনেক সময়ই শুরু হচ্ছে বজ্রপাত। প্রকৃতির খামখেয়ালে নাজেহাল মানুষ, তাকিয়ে রয়েছে আকাশের দিকে। কখন আসে বৃষ্টি। অনেকেই চোখ রাখছেন আবহাওয়ার খবরের দিকে। ফাইল ছবি।
advertisement
2/9
*এ বার তাঁদের জন্যই সুখবর এনেছে বিহারের আবহাওয়া অধিদফতর। তারা সাধারণ নাগরিকের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। যে কোনও মানুষের মোবাইলে আপডেট করা যাবে। আর সেখান থেকেই পাওয়া যাবে স্থানীয় আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস। ফাইল ছবি।
advertisement
3/9
*আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক এলাকার মানুষের কাছে থাকা খুব জরুরি। ঝড়-বৃষ্টি হোক বা বজ্রপাত, কখন কী হয় তা জানলে কৃষক বা মৎস্যজীবীদের পক্ষে সুবিধা হয়। মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। ফাইল ছবি।
advertisement
4/9
*২০২১ সালে বহু মানুষের মৃত্যু হয় বাজ পড়ে। এই অবস্থায় মানুষ আবহাওয়া সম্পর্কে সচেতন হলে অবশ্যই সময়মতো নিজেদের রক্ষা করতে পারবেন। এমন প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমাতেই বিহার সরকারের এই উদ্যোগ। ফাইল ছবি।
advertisement
5/9
*বজ্রপাতের মৃত্যুর মতো ঘটনা এড়াতে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ‘বিহার মৌসম অ্যাপ’ চালু করেছেন। মানুষ ঘরে বসেই তাদের এলাকার আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। ফাইল ছবি।
advertisement
6/9
*কীভাবে ইনস্টল করবেন? প্রথমেই নিজের স্মার্টফোনের ‘প্লে স্টোর’-এ যেতে হবে। সেখানে ‘বিহার মৌসম অ্যাপ’ লিখে মোবাইল অ্যাপটি খুঁজে বের করতে হবে। এবার সেটি ইনস্টল করে নিতে হবে নিজের মোবাইলে। ফাইল ছবি।
advertisement
7/9
*এর পর অ্যাপটি খুলে নিজের অবস্থান নির্ধারণ করে নিতে হবে। তাহলেই ওই বিশেষ এলাকার আবহাওয়ার পূর্বাভাস বিশদ জানা যেতে পারে। হঠাৎ ঘটে যাওয়া কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর ক্ষেত্রে এটি কার্যকর হবে বলেই আশা। ফাইল ছবি।
advertisement
8/9
*আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক এলাকার মানুষের কাছে থাকা খুব জরুরি। ঝড়-বৃষ্টি হোক বা বজ্রপাত, কখন কী হয় তা জানলে কৃষক বা মৎস্যজীবীদের পক্ষে সুবিধা হয়। মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। ফাইল ছবি।
advertisement
9/9
*সরকারি ভাবে জনগণকে সচেতন করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে এই অ্যাপটি আরও বেশি সংখ্যক মানুষের মোবাইলে ইনস্টল করা যায়, যাতে তাঁরা আবহাওয়ার সঠিক পূর্বাভাস পেতে পারেন। সেই জন্য জেলা ম্যাজিস্ট্রেট থেকে মহকুমা আধিকারিক, জেলা পঞ্চায়েত স্তরে কর্মকর্তারা অ্যাপ সম্পর্কে সচেতন করছেন নাগরিকদের। ফাইল ছবি।