Monsoon 2023: অবিরাম প্রবল বর্ষণে বিধ্বস্ত দেশের একাধিক অংশে বন্ধ স্কুল, জানুন কোথায় কোথায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Monsoon 2023: দেশের একাধিক অংশে প্রবল বৃষ্টির জেরে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান
advertisement
1/11

গরমের ছুটির পর স্কুল খুলতে না খুলতেই বর্ষার তাণ্ডব। দেশের একাধিক অংশে প্রবল বৃষ্টির জেরে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বহু অফিস কর্মীদের দিয়েছে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার সুযোগ।
advertisement
2/11
স্বাভাবিক বর্ষা এবং পশ্চিমী ঝঞ্ঝার যৌথ আক্রমণে দিল্লিতে প্রবল বৃষ্টি হচ্ছে। ১ দিনে হওয়া বৃষ্টির নিরিখে গত ৪১ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে দিল্লিতে।
advertisement
3/11
দিল্লি প্রশাসনের তরফে সোমবার স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
4/11
ছাত্রছাত্রীদের স্বার্থে বৃষ্টির কারণে সোমবার স্কুল বন্ধ রাখা হয়েছে নয়ডাতেও। একটানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত গুরুগাঁও এলাকাতেও।
advertisement
5/11
গুরগাঁওয়ে সোমবার বন্ধ রাখা হয়েছে স্কুল। কর্পোরেট সেক্টরে কর্মীদের বাড়ি থেকে অফিসের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
6/11
গাজিয়াবাদ জেলা প্রশাসনের নির্দেশে এই অঞ্চলের সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখা হচ্ছে ১০ জুলাই থেকে ১৬ জুলাই। এর আগে কনওয়াড় যাত্রা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল ১২ জুলাই থেকে ১৫ জুলাই। সেই ছুটিই বর্ধিত করা হল।
advertisement
7/11
বিরূপ প্রকৃতির কারণে স্কুল বন্ধ রাখার পথে হেঁটেছে উত্তরাখণ্ডের একাধিক অংশের জেলা প্রশাসন। ১০ জুলাই থেকে ১৩ জুলাই স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে।
advertisement
8/11
দেহরাদূন এবং হলদওয়ানি এলাকাতেও স্কুল বন্ধ থাকছে ১০ জুলাই। আবহাওয়া দফতর রেড অ্যালার্ট জারি করেছে চামোলি, পৌরি গাড়ওয়াল, বাগেশ্বর, আলমোড়া, চম্পাবত, নৈনিতাল, উধম সিং নগর-সহ উত্তরাখণ্ডের একাধিক জেলায়।
advertisement
9/11
সোলান, সিমলা, সিরমৌর, উনা, হামিরপুর, মাণ্ডি, কুল্লু, মানালি-সহ হিমাচল প্রদেশের বহু অংশে অবিশ্রাম বৃষ্টি চলছে। এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে সোমবারও। অপ্রীতিকর ঘটনা এড়াতে হিমাচল প্রদেশেও বন্ধ রাখা হয়েছে স্কুল-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান।
advertisement
10/11
পঞ্জাবের মোহালি, পাটিয়ালা-সহ বহু অংশ জলমগ্ন। সেখানেও প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
11/11
কুন্নুর, কোঝিকোড়, কাসারগড়, কোট্টায়াম-সহ কেরলের বিস্তীর্ণ অঞ্চলে জারি প্রবল বর্ষণ। এই অঞ্চলেও বন্ধ রাখা হয়েছে স্কুলের পঠনপাঠন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে সূচি মেনেই।