Shame ! মানসিক ভারসাম্যহীণ মহিলাকে ধর্ষণ করে তৈরি হল ভিডিও, তারপর ছেড়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Debalina Datta
Last Updated:
তিন নাবালকের কুকীর্তিতে লজ্জায় মুখ ঢাকছে সমাজ...
advertisement
1/4

#কলকাতা: মুম্বইতে মর্মান্তিক ঘটনা৷ ঘাটকোপর এলাকায় চরম নৃশংসতার সাক্ষী হল এক মানসিক ভারসাম্যহীণ মহিলা৷ লজ্জার ঘটনায় অভিযুক্ত তিনজন নাবালক৷ তারা ওই মানসিক ভারসাম্যহীণ মহিলাকে রেপ করে৷ ওই মহিলাকে পাবলিক টয়লেটে নিয়ে গিয়ে রেপ করা হয়৷ এই ঘটনা ওই তিন অপরাধী ভিডিও রেকর্ডিং করে, শুধু সেটুকুই নয়, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে দেয়৷ - Photo- Representative
advertisement
2/4
পুলিশের মত অনুসারে শুক্রবারে এই অপরাধ সামনে আসে৷ মহিলা পুলিশকে জানায় একটি পাবলিক টয়লেটে এই বীভৎস অপরাধ তাঁর সঙ্গে হয়েছে৷ অপরাধীরা সেই টয়লেটে ঢুকে তাকে যৌন উৎপীড়ন করে এবং পুরো ঘটনার ভিডিও করে৷ তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়৷ ভিডিওর ঘটনা জানতে পেরে ধর্ষিতা মেয়েটির পরিবার এই ঘটনার খবর দেয়৷
advertisement
3/4
ঘাটকোপর পুলিশ স্টেশনের এক আধিকারিক এই ঘটনার খবর জানাতে গিয়ে বলেছেন মেয়েটি টয়লেটে গেলে অভিযুক্ত জোর করে ভেতরে ঢুকে এসে রেপ করে৷ সেই সময় ধর্ষণের ভিডিও রেকর্ডিং করছিল তারা৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেয়। ঘাটকোপর পুলিশ IPC-র ধারা ৩৭৬, ৩৭৬(জে) (এল), ৩২৩, ৫০০, ৩৪ এবং পকসো আইনের ধারা ৪ ও আইটি ধারা ৬৬ (ই), ৬৭ (বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
4/4
পুলিশ জানিয়ে নাবালক হওয়ার কারণে অভিযুক্তদের ডোঙ্গরি -র কিশোর হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেই পুলিশ এখন ঘটনার তদন্ত করে দেখছে৷ শোনা যাচ্ছে এই মাসের শুরুতে দক্ষিণ মুম্বইতে এক ভয়ানক ঘটনা সামনে আসে৷ মুম্বইতে একটি সিভিক স্কুলে এক ১৫ বছরের ছেলে একটি ৫ বছরের শিশু কন্যার রেপ করে দেয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নেয়৷ এই ঘটনায় শিশুটিকে ভুলিয়েভালিয়ে স্কুলে নিয়ে গিয়ে তাকে রেপ করে দেয়৷