Meghalaya Honeymoon Case: টুয়েলভ ফেল, আর্থিক সঙ্গতিও তেমন নয়! তবু রাজের প্রেমে কেন পড়েছিলেন সোনম? এত নৃশংস হলেনই বা কেন? মেঘালয় কাণ্ডে এবার বিরাট পর্দাফাঁস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Meghalaya Honeymoon Case: রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে জেলে বন্দী স্ত্রী সোনম রঘুবংশীর সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে।
advertisement
1/8

রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে উঠে এল এক নতুন নাম- সঞ্জয় বর্মা। মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হয়েছেন ইন্দোরের ব্যবসায়ী। স্ত্রী সোনম রঘুবংশী, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা-সহ আরও তিনজনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রথমবার সঞ্জয়ের নাম সামনে এল।
advertisement
2/8
রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে উঠে এল এক নতুন নাম- সঞ্জয় বর্মা। মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হয়েছেন ইন্দোরের ব্যবসায়ী। স্ত্রী সোনম রঘুবংশী, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা-সহ আরও তিনজনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রথমবার সঞ্জয়ের নাম সামনে এল।
advertisement
3/8
রাজা রঘুবংশীর হত্যার অভিযোগে জেলে বন্দী স্ত্রী সোনম রঘুবংশীর সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। শিলং পুলিশ বুধবার একটি বড় প্রকাশ করেছে, যা ইন্দোর পুলিশের ঘুম কেড়ে নিয়েছে। শিলং পুলিশের এই প্রকাশের ফলে উত্তরপ্রদেশ পুলিশের সমস্যাও বাড়তে পারে। কারণ রাজা রঘুবংশীর মৃত্যুর আসল কারণ এখনও পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি।
advertisement
4/8
তবে, গোটা ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে বয়সে ছোট, দ্বাদশ অনুত্তীর্ণ রাজ কুশওয়াহার প্রেমে পড়ল সোনম? কী এমন ছিল সেই সম্পর্কে, যা বাঁচাতে স্বামীকে খুন করতেও হাত কাঁপল না সোনমের? রাজ ও সোনমের সম্পর্ক নিয়ে এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য।
advertisement
5/8
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় পুলিশের অপরাধ দমন শাখার অফিসের বাইরে সোনমের ভাই গোবিন্দকে দেখা যায়। এর আগে, বুধবার ইন্দোরে মেঘালয় পুলিশ তদন্তের জন্য সোনমের ভাইকে কয়েকটি জায়গায় নিয়ে যায় বলে খবর।
advertisement
6/8
পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, সোনম ও তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা এই খুনের মূল ষড়যন্ত্রকারী। বিয়ের আগে থেকেই দুজনের সম্পর্ক ছিল। রাজাকে খুন করতে বিশাল চৌহান, আকাশ রাজপুত ও আনন্দ কুর্মি- এই তিনজনকে ভাড়া করা হয়েছিল।
advertisement
7/8
জানা গিয়েছে, পারিবারিক ব্যবসা সামলাতেন সোনম। সেখানেই কাজ করত রাজ কুশওয়া। তাই পুলিশ এদিন কয়েকজন কর্মচারী এবং কুশওয়াহার সঙ্গে পরিচিত কয়েকজনকে অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সোনমের পরিবার আসবাবপত্রে ব্যবহৃত সানমাইকা শিটের ব্যবসা করে।
advertisement
8/8
বিয়ের পরও এই ব্যবসার সঙ্গে সোনম যুক্ত ছিল। সেখানেই কাজ করতেন রাজ। পুলিশের মতে, রাজা রঘুবংশী হত্যা মামলার ষড়যন্ত্রকারী রাজ কুশওয়াহার পড়াশোনা ক্লাস টুয়েলভ পর্যন্ত। সেই গণ্ডিও পেরোয়নি সে। অথচ সে সোনমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করত। সেখানেই বাড়ে ঘনিষ্ঠতা। এমনকী বাড়িতে সন্দেহ করায় সোনম নিজের সম্পর্ক পরিবারে জানিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। রাজার পরিণতি এই বিয়ের ফলে ভাল হবে না বলেও হুমকি দিয়েছিল সোনম। বাস্তবে ঘটলও তাই।