TRENDING:

আজ কেন্দ্র -কৃষক বৈঠক, নতুন কৃষি আইন ফেরত নেওয়ার দাবি

Last Updated:
কৃষি আইন নিয়ে মহা গুরুত্বপূর্ণ বৈঠক৷
advertisement
1/5
আজ কেন্দ্র -কৃষক বৈঠক, নতুন কৃষি আইন ফেরত নেওয়ার দাবি
কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকরদের মধ্যে আটকে থাকা কথাবার্তা ফের বুধবার হবে৷ কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনা তখনই হবে যখন তিন কৃষি নিয়ম (Farm Laws) নিরস্ত করার পদ্ধতি বার করা হবে৷ পাশাপাশি নূন্যতম সমর্থণ মূল্য (MSP) এর আইনি গ্যারান্টি দিতে হবে৷ এরমধ্যে কেন্দ্র ও কৃষকদের মধ্যে ষষ্ঠ পর্বে কথাবার্তা হবে৷ তার আগে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) ও পীযূষ গয়াল (Piyush Goyal) বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন৷ সূত্রের খবর এই বৈঠকে মন্ত্রীরা কীভাবে কৃষকদের সঙ্গে আলোচনা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন৷
advertisement
2/5
কৃষিমন্ত্রী তোমর, খাদ্য এবং উপভোক্তা মামলার মন্ত্রী গয়াল এবং বাণিজ্য ও উদ্যোগের রাজ্যমন্ত্রী সোমপ্রকাশ কৃষকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন৷ তোমর সোমবার জানিয়েছেন এই রুদ্ধ হয়ে থাকা অবস্থা দ্রুত কেটে যাবে৷ ৪০ টি কৃষক সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে পথ খোঁজার জন্য কেন্দ্র এই ৩০ তারিখের বৈঠকটি ডেকেছে৷
advertisement
3/5
কৃষক ইউনিয়নের প্রতিনিধি দলের পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চা মঙ্গলবার কেন্দ্রকে লিখিত পত্রে জানিয়েছে তিনটি কৃষি কানুন রদ করতেই হবে৷ পাশাপাশি নূন্যতম মূল্যের আইনি নিরাপত্তা দিতে হবে৷
advertisement
4/5
মোর্চা বলেছে বৈঠকের অ্যাজেন্ডায় এনসিআর ও এর কাছাকাছি এলাকায় বায়ুর গুণগত মান সংশোধনের জন্য কৃষকদের দণ্ড রদ করতে হবে এটাও বলা হয়েছে৷ চিঠিতে জানানো হয়েছে কৃষকদের হিতে -র রক্ষার্থে বিজলি সংশোধন বিধেয়ক ২০২০ ফেরত নেওয়ার বিষয়েও কথা বলতে চায়৷
advertisement
5/5
এর আগে পাঁচ পর্বে কৃষকদের সঙ্গে আলোচনা হয়েছে৷ এর আগের পর্বে ৯ ডিসেম্বর কৃষক ও সরকার আলোচনা হয়েছে৷ এর আগে কৃষকরা ট্র্যাক্টর মার্চ রদ করেছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
আজ কেন্দ্র -কৃষক বৈঠক, নতুন কৃষি আইন ফেরত নেওয়ার দাবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল