Meerut Murder Case Update: স্বামীকে খুন করা মুসকান অন্তঃসত্ত্বা? আজই হবে প্রেগন্যান্সি টেস্ট, মেরঠ কাণ্ডে আসতে পারে বড় মোড়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

মেরঠ কাণ্ডে কি আরও চাঞ্চল্যকর মোড় নিতে চলেছে? আজ, সোমবার মেরঠের জেলা সংশোধনাগারে মৃত মার্চেন্ট অফিসার সৌরভ চৌধুরীর স্ত্রীর একটি শারীরিক পরীক্ষার ফলাফলের উপরে অনেক কিছু নির্ভর করছে৷
advertisement
2/8
সূত্রের খবর, মুসকানের প্রেগন্যান্সি টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ৷ আজ সোমবারই মেরঠের চৌধুরী চরণ সিং জেলে সেই পরীক্ষা হওয়ার কথা বলে জেল সূত্রে খবর৷
advertisement
3/8
নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামী সৌরভ চৌধুরীকে খুন করে দেহ টুকরো টুকরো করে মুসকান রাস্তোগি৷ টুকরো টুকরো করা সেই দেহ ভরে রাখা হয় একটি সিমেন্ট ভর্তি ড্রামে৷ এর পর প্রেমিক সাহিলকে শুক্লাকে নিয়ে হিমাচল প্রদেশের সিমলা, মানালিতে বেড়াতে চলে যায় দু জনে৷
advertisement
4/8
মুসকান এবং সাহিল বেরিয়ে ফিরে আসার পরই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে৷ তার পরই গ্রেফতার করা হয় মুসকান ও সাহিলকে৷ ফলে মুসকানের প্রেগন্যান্সি টেস্টের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে৷
advertisement
5/8
যদিও জেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী নতুন কোনও মহিলা বন্দিকে জেলে নিয়ে আসলেই তাঁদের প্রেগন্যান্সি টেস্ট করা হয়৷ মুসকানের ক্ষেত্রেও তাই করা হবে৷
advertisement
6/8
জেলে নিয়ে যাওয়ার পর থেকেই মাদক না পেয়ে ছটফট করছে সাহিল এবং মুসকান৷ সূত্রের খবর, জেল কর্তৃপক্ষের কাছে ইঞ্জেকশন চেয়েছে মুসকান৷ গাঁজা চায় সাহিল৷
advertisement
7/8
শুধু তাই নয়, তাঁকে এবং সাহিলকে যাতে একসঙ্গে অথবা কাছাকাছি রাখা হয়, জেল কর্তৃপক্ষের কাছে সেই আব্দারও করে মুসকান৷ যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ৷
advertisement
8/8
জেলে নিয়ে আসার পর এখনও মুসকান বা সাহিলের সঙ্গে দেখা করতে তাদের পরিবার অথবা পরিচিত কেউ আসেননি৷ তবে আইনি লড়াইয়ের জন্য জেল কর্তৃপক্ষের কাছে আইনজীবী চেয়েছে মুসকান৷