TRENDING:

Meerut Murder Case Update: স্বামীকে খুন করা মুসকান অন্তঃসত্ত্বা? আজই হবে প্রেগন্যান্সি টেস্ট, মেরঠ কাণ্ডে আসতে পারে বড় মোড়

Last Updated:
advertisement
1/8
স্বামীকে খুন করা মুসকান অন্তঃসত্ত্বা? আজই হবে প্রেগন্যান্সি টেস্ট, তোলপাড় মেরঠের জেল
মেরঠ কাণ্ডে কি আরও চাঞ্চল্যকর মোড় নিতে চলেছে? আজ, সোমবার মেরঠের জেলা সংশোধনাগারে মৃত মার্চেন্ট অফিসার সৌরভ চৌধুরীর স্ত্রীর একটি শারীরিক পরীক্ষার ফলাফলের উপরে অনেক কিছু নির্ভর করছে৷
advertisement
2/8
সূত্রের খবর, মুসকানের প্রেগন্যান্সি টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ৷ আজ সোমবারই মেরঠের চৌধুরী চরণ সিং জেলে সেই পরীক্ষা হওয়ার কথা বলে জেল সূত্রে খবর৷
advertisement
3/8
নিজের প্রেমিকের সঙ্গে মিলে স্বামী সৌরভ চৌধুরীকে খুন করে দেহ টুকরো টুকরো করে মুসকান রাস্তোগি৷ টুকরো টুকরো করা সেই দেহ ভরে রাখা হয় একটি সিমেন্ট ভর্তি ড্রামে৷ এর পর প্রেমিক সাহিলকে শুক্লাকে নিয়ে হিমাচল প্রদেশের সিমলা, মানালিতে বেড়াতে চলে যায় দু জনে৷
advertisement
4/8
মুসকান এবং সাহিল বেরিয়ে ফিরে আসার পরই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে৷ তার পরই গ্রেফতার করা হয় মুসকান ও সাহিলকে৷ ফলে মুসকানের প্রেগন্যান্সি টেস্টের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে৷
advertisement
5/8
যদিও জেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী নতুন কোনও মহিলা বন্দিকে জেলে নিয়ে আসলেই তাঁদের প্রেগন্যান্সি টেস্ট করা হয়৷ মুসকানের ক্ষেত্রেও তাই করা হবে৷
advertisement
6/8
জেলে নিয়ে যাওয়ার পর থেকেই মাদক না পেয়ে ছটফট করছে সাহিল এবং মুসকান৷ সূত্রের খবর, জেল কর্তৃপক্ষের কাছে ইঞ্জেকশন চেয়েছে মুসকান৷ গাঁজা চায় সাহিল৷
advertisement
7/8
শুধু তাই নয়, তাঁকে এবং সাহিলকে যাতে একসঙ্গে অথবা কাছাকাছি রাখা হয়, জেল কর্তৃপক্ষের কাছে সেই আব্দারও করে মুসকান৷ যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ৷
advertisement
8/8
জেলে নিয়ে আসার পর এখনও মুসকান বা সাহিলের সঙ্গে দেখা করতে তাদের পরিবার অথবা পরিচিত কেউ আসেননি৷ তবে আইনি লড়াইয়ের জন্য জেল কর্তৃপক্ষের কাছে আইনজীবী চেয়েছে মুসকান৷
বাংলা খবর/ছবি/দেশ/
Meerut Murder Case Update: স্বামীকে খুন করা মুসকান অন্তঃসত্ত্বা? আজই হবে প্রেগন্যান্সি টেস্ট, মেরঠ কাণ্ডে আসতে পারে বড় মোড়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল