Monsoon in India: তপ্ত মুম্বইয়ে ঢুকছে বর্ষা, জানাল হাওয়া অফিস! কলকাতা-সহ বাংলায় বৃষ্টি কবে থেকে? জানুন পূর্বাভাস
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Monsoon in India: এখন মুম্বইয়ে তীব্র গরম৷ সঙ্গে পাল্লা দিয়ে আছে আর্দ্রতাও৷ আগামী ২-৩ দিন মুম্বইয়ে এই গরম ও আর্দ্রতা থাকবে৷ পূর্বাভাস আবহবিদদের৷ বর্ষার অপেক্ষায় দিন গুনছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গও। আবহবিদেরা বলছেন, কেরলে বর্ষা ঢোকার পরে তা ধাপে ধাপে উত্তর এবং পূর্ব ভারতের দিকে এগোতে থাকে।
advertisement
1/7

মুম্বইয়ে আসতে চলেছে বর্ষা৷ আগামী ১০ বা ১১ জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছবে বাণিজ্যনগরীতে৷ পূর্বাভাস আবহবিদদের৷
advertisement
2/7
মুম্বইয়ে আবহাওয়া অফিসের অধিকর্তা সুনীল কাম্বলি জানিয়েছেন আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছেছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু৷ কেরলে পৌঁছে যাবে ৩১ মে-এর মধ্যে৷ মুম্বইয়ে বর্ষা পৌঁছবে ১০ বা ১১ জুন৷
advertisement
3/7
চলতি মাস বা মে মাসের শেষ থেকেই মুম্বইয়ে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি৷ জুনের প্রথম সপ্তাহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে মুম্বইয়ের নানা অংশে৷ তার পর সময় এগনোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি৷
advertisement
4/7
তবে এখন মুম্বইয়ে তীব্র গরম৷ সঙ্গে পাল্লা দিয়ে আছে আর্দ্রতাও৷ আগামী ২-৩ দিন মুম্বইয়ে এই গরম ও আর্দ্রতা থাকবে৷ পূর্বাভাস আবহবিদদের৷
advertisement
5/7
বর্ষার অপেক্ষায় দিন গুনছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গও। আবহবিদেরা বলছেন, কেরলে বর্ষা ঢোকার পরে তা ধাপে ধাপে উত্তর এবং পূর্ব ভারতের দিকে এগোতে থাকে। সেই হিসাবে ১০ জুন নাগাদ বর্ষার পশ্চিমবঙ্গে ঢোকার কথা।
advertisement
6/7
বর্ষার এই অগ্রগতি অনেকটা জুন মাসের আবহাওয়ার পরিস্থিতির উপরে নির্ভরশীল। তাই কেরলে বর্ষা সময়ে ঢুকলেও পশ্চিমবঙ্গে সময়ে ঢুকবে এমন কথা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। কেরলে বর্ষা ঢোকার পরে কী পরিস্থিতি থাকে, তার উপরে অনেক কিছু নির্ভর করছে।
advertisement
7/7
হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা দেরি করে এলেই যে বাংলাতেও বিলম্ব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কেরলে বর্ষা প্রবেশের পরই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে। মৌসম ভবন আরও জানিয়েছে, চলতি বছরে বর্ষা স্বাভাবিক হবে।