TRENDING:

Lockdown 5| লকডাউন ৫-এ খুলতে পারে জিম, কন্টেইনমেন্ট জোনে আরও কড়াকড়ি, জেনে নিন

Last Updated:
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, বৈঠকে কন্টেইনমেন্ট জোনগুলি সিল করে দেওয়ার উপরেই জোর দিয়েছেন ক্যাবিনেট সচিব৷ একই সঙ্গে পয়লা জুন থেকে কী স্ট্র্যাটেজি নেওয়া যায়, তার জন্য রাজ্যগুলির কাছে পরামর্শও চেয়েছে কেন্দ্র৷
advertisement
1/6
লকডাউন ৫-এ খুলতে পারে জিম, কন্টেইনমেন্ট জোনে আরও কড়াকড়ি, জেনে নিন...
আগামী ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ পর্যায়ের লকডাউন৷ ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ইতিমধ্যেই করোনা আক্রান্ত সবচেয়ে বেশি, দেশের এরকম ১৩টি শহরের পুর কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন৷ দেশের এই ১৩ শহরেই ৭০ শতাংশ করোনা আক্রান্ত৷
advertisement
2/6
এ দিন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, কলকাতা ও হাওড়ার পুর কমিশনার৷ এ ছাড়াও মুম্বই, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, থানে, পুনে, ইনদওর, জয়পুর, জোধপুর-সহ ১৩টি শহরের পুর কমিশনাররা ছিলেন৷
advertisement
3/6
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, বৈঠকে কন্টেইনমেন্ট জোনগুলি সিল করে দেওয়ার উপরেই জোর দিয়েছেন ক্যাবিনেট সচিব৷ একই সঙ্গে পয়লা জুন থেকে কী স্ট্র্যাটেজি নেওয়া যায়, তার জন্য রাজ্যগুলির কাছে পরামর্শও চেয়েছে কেন্দ্র৷ বুধবারই News18 জানিয়েছিল, লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে৷ কেন্দ্রের এক আধিকারিক জানালেন, ৩১ মে-র পরে মূলত রাজ্যগুলিকেই সিদ্ধান্ত নিতে বলা হবে, তারা কী ধরনের লকডাউন নিয়ম রাখতে চায়৷
advertisement
4/6
গত ১৭ মে চতুর্থ পর্যায়ের লকডাউন ঘোষণার সময় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল কেন্দ্র৷ লকডাউন ৫-এ সম্ভবত, মন্দির ও জিমগুলি খুলতে পারে৷ গোয়া ও কর্নাটক সরকার অবশ্য চাইছে, হোটেল ও হসপিটালিটি সেক্টরকেও খুলে দিতে৷ তবে স্কুল, কলেজ, শপিং মল ও সিনেমা হল আরও দু সপ্তাহ বন্ধই থাকতে পারে বলে খবর৷ এরপর যদি সংশ্লিষ্ট রাজ্য সরকার নিজেদের মতো করে নিয়ম তৈরি করতে চায়, করতে পারে৷
advertisement
5/6
সরকারের সবচেয়ে মাথাব্যথা কন্টেইনমেন্ট জোনগুলি নিয়ে৷ লকডাউন ৫-এ কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন নিয়ম লাগু করতে চায় কেন্দ্র৷ সপ্তাহ খানেক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সব রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে কেন্দ্রের গাইডলাইন মানা হচ্ছে কি না, তা সুনিশ্চিত করতে বলেন৷
advertisement
6/6
সূত্রের খবর, এ বার পুরসভাই ঠিক করতে পারবে, তার এলাকায় কোনটা কন্টেইনমেন্ট জোন হতে পারে৷
বাংলা খবর/ছবি/দেশ/
Lockdown 5| লকডাউন ৫-এ খুলতে পারে জিম, কন্টেইনমেন্ট জোনে আরও কড়াকড়ি, জেনে নিন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল