Puri Name Change Proposal: নাম বদল হবে পুরীর? জগন্নাথ ধামে উঠছে দাবি, জল্পনা বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এমনিতে একাধিক নামে পরিচিত পুরী৷ পুরীকে কেউ বলেন জগ্গনাথ ধাম, আবার শ্রীক্ষেত্র ধাম নামেও পরিচিত পুরী (Puri Name Change Proposal)৷
advertisement
1/6

নাম বদলে যাবে পুরীর? এমনই দাবি তুলেছে ওড়িশার বিভিন্ন সংগঠন৷ জানা গিয়েছে, পুরীর নাম বদলে জগন্নাথ ধাম পুরী করার দাবি উঠেছে৷
advertisement
2/6
নাম বদলের দাবি জানিয়ে পুরীর জেলাশাসককে স্মারকলিপি জমা দিয়েছে একাধিক সংগঠন৷ বিষয়টি নিয়ে পুরীর জগন্নাথ মন্দির কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে৷ Photo-ANI
advertisement
3/6
এমনিতে একাধিক নামে পরিচিত পুরী৷ পুরীকে কেউ বলেন জগ্গনাথ ধাম, আবার শ্রীক্ষেত্র ধাম নামেও পরিচিত পুরী৷
advertisement
4/6
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, মহাপ্রভু জগন্নাথের জন্যই পুরীর পরিচিতি৷ শ্রীক্ষেত্রের নাম জগন্নাথ ধাম পুরী হলেই সবথেকে ভাল হবে৷
advertisement
5/6
ইতিহাস বলছে, ব্রিটিশরা পুলিশকে তিনটি প্রদেশে ভাগ করেছিল- বালেশ্বর, কটক এবং জগন্নাথ৷ এই ইতিহাসের কথা মাথায় রেখেই অনেকে পুরী জগন্নাথ ধাম বা জগন্নাথ পুরী নামের পক্ষে৷
advertisement
6/6
পুরীর নাম বদলের দাবি নিয়ে পক্ষে, বিপক্ষে নানা মত রয়েছে৷ শেষ পর্যন্ত সত্যিই পুরীর নাম বদল হবে কি না, তা সময়ই বলবে৷