শেষ যাত্রায় মনোহর পর্রীকর, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি, গড়করি
Last Updated:
advertisement
1/11

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের আজ শেষকৃত্য। বেশ কয়েকদিন ধরে প্যানক্রিয়াসে ক্যানসারে ভুগছিলেন তিনি। ৬৩ বছর বয়সী পর্রীকর তিনবার গোয়ার মুখ্যমন্ত্রী হন। (Image: PTI)
advertisement
2/11
মনোহর পর্রীকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Image: PTI)
advertisement
3/11
খুব অল্প বয়সে আরএসএস-এ যোগ দেন তিনি। ১৯৮৮-তে যোগ দেন বিজেপিতে। ১৯৯৪ সালে পানাজি কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ২০০০ -এর অক্টোবরে প্রথমবার গোয়ার মুখ্যমন্ত্রীপদে শপথ নেন পর্রীকর। (Image: PTI)
advertisement
4/11
মনোহর পর্রীকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Image: PTI)
advertisement
5/11
মনোহর পর্রীকরকে শেষ শ্রদ্ধা জানালেন নিতিন গডকড়ী (Image: PTI)
advertisement
6/11
চিকিৎসা চলাকালীনও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। রবিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রবিবার সন্ধেয় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। (Image: News18/Arjun Chikhale)
advertisement
7/11
মনোহর পর্রীকরকে শেষ শ্রদ্ধা জানাতে গোয়ার বিজেপি অফিসের সামনে মানুষের ডল। (Image: News18/Arjun Chikhale)
advertisement
8/11
খুব অল্প বয়সে আরএসএস-এ যোগ দেন তিনি। ১৯৮৮-তে যোগ দেন বিজেপিতে। ১৯৯৪ সালে পানাজি কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ২০০০ -এর অক্টোবরে প্রথমবার গোয়ার মুখ্যমন্ত্রীপদে শপথ নেন পর্রীকর। তিনিই গোয়ার প্রথম আইআইটিয়ান, যিনি মুখ্যমন্ত্রী হন। (Image: News18/Ayazz Ahmad)
advertisement
9/11
২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৭ র মার্চে গোয়ার দশম মুখ্যমন্ত্রীপদে শপথ নেন মনোহর পর্রীকর। (Image: News18/Ayazz Ahmad)
advertisement
10/11
তারই মাঝে ২০১৪ রাজ্যসভার সদস্য করা হয় তাঁকে। অরুণ জেটলিকে সরিয়ে করা তাঁর কাঁধে তুলে দেওয়া হয় প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব। ২০১৮য় তাঁর অসুস্থতা ধরা পড়ে। (Image: News18/Ayazz Ahmad)
advertisement
11/11
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ক্যানসারে ভুগছিলেন। ২০০১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। (Image: News18/Ayazz Ahmad)