Mamata Banerjee: 'প্রক্সি সরকারকে সরিয়ে দিন', নির্বাচনের আগে মেঘালয়ের সভায় হুঙ্কার মমতার
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এদিন স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।
advertisement
1/7

মেঘালয়ে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক। এই নিয়ে দ্বিতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন তৃণমূলের দুই শীর্ষনেতা। এদিন উত্তর গারো পাহাড়েই তৃণমূলের সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন দুজনেই। মমতা-অভিষেকের সফরের মাঝেই উত্তর-পূর্বের তিন রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা।
advertisement
2/7
advertisement
3/7
advertisement
4/7
মমতা বলেন, "আমি গৌহাটি থেকে আসিনি৷ আমি এসেছি আলিপুরদুয়ার থেকে৷ হেলিকপ্টারে ৪৫ মিনিট লেগেছে। আসলে বাংলা হল গেটওয়ে।"
advertisement
5/7
মমতা বলেন, "এখানে গৌহাটি থেকে ডিফ্যাক্টো চিফ মিনিস্টার আছে। প্রক্সি সরকার চলছে৷ এখানে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই৷ আমরা আপনাদের ভালো সরকার উপহার দেব। আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেব।"
advertisement
6/7
মমতার তোপ, "বিজেপির দু-মুখো আচরণ দেখবেন৷ ভোটের সময় এক। ভোটের পরে এক।" মেঘালয়বাসীকে তাঁর বার্তা, "এখানে কোনও বহিরাগত আসবে না। এখানে ভূমিপুত্ররাই থাকবে। নিজের জমিকে ভালবাসুন।"
advertisement
7/7
অঙ্কের হিসাবে মেঘালয়ে তৃণমূল এখন প্রধান বিরোধী দল। সামনের নির্বাচনে মেঘালয়ের শাসন ক্ষমতা দখল করতে কার্যত মরিয়া ঘাসফুল শিবির। মেঘালয়ের যুবসমাজকে আকৃষ্ট করতে ইতিমধ্যেই MYE ও WE কার্ডের কথা ঘোষণা করেছে তৃণমূল। আনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও।