TRENDING:

Sikkim Road Closed: সিকিম যাচ্ছেন? সোরেং-জুম রাজ্য সড়কে বড় পরিবর্তন! ১ মাস বন্ধ থাকবে যান চলাচল, বিকল্প রুট জানুন

Last Updated:
Sikkim Road Closed: রাজ্য সড়ক (SH-26) সম্প্রসারণের কাজের জন্য সোরেং থেকে জুম হয়ে এনডিপি রোড পর্যন্ত রাস্তা আগামী কয়েক সপ্তাহ বন্ধ থাকবে। রাস্তা প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওই সড়ক আংশিকভাবে বন্ধ রাখা হবে।
advertisement
1/5
সিকিম যাচ্ছেন? সোরেং-জুম রাজ্য সড়কে বড় পরিবর্তন! ১ মাস বন্ধ যান চলাচল, বিকল্প পথ জানুন
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: রাজ্য সড়ক (SH-26) সম্প্রসারণের কাজের জন্য সোরেং থেকে জুম হয়ে এনডিপি রোড পর্যন্ত রাস্তা আগামী কয়েক সপ্তাহ বন্ধ থাকবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা প্রশস্তকরণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওই সড়ক আংশিকভাবে বন্ধ রাখা হবে।
advertisement
2/5
*২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সোরেং–জুম রোডে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে রবিবারে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
advertisement
3/5
এই সময়ের মধ্যে দুই চাকা, হালকা ও ভারী যানবাহন—সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক দপ্তর। কর্তৃপক্ষের বক্তব্য, এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে প্রশস্তকরণ ও নির্মাণ কাজ দ্রুত এবং নিরাপদে সম্পন্ন করা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
*সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসন বিকল্প রাস্তার ব্যবস্থাও করেছে। বিকল্প রুটগুলি, সোরেং থেকে জোরেথাং: মালবেসে–বুদাং রাজ্য সড়ক (SH-28) হয়ে চাকুং থেকে জোরেথাং: গেলিং–সাওলিগুন–বৈগুনি পিএমজিএসওয়াই রোড হয়ে চাকুং থেকে জোরেথাং: চুমবুং–ফিফথ মাইল বুদাং রাজ্য সড়ক (SH-27) হয়ে।
advertisement
5/5
*প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে, নির্ধারিত সময়ে বিকল্প রুট ব্যবহার করতে এবং রাস্তার কাজ চলাকালীন সতর্কতা অবলম্বন করতে।
বাংলা খবর/ছবি/দেশ/
Sikkim Road Closed: সিকিম যাচ্ছেন? সোরেং-জুম রাজ্য সড়কে বড় পরিবর্তন! ১ মাস বন্ধ থাকবে যান চলাচল, বিকল্প রুট জানুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল