Maharashtra Assembly Results: মহারাষ্ট্র নিয়ে জোর জল্পনা! ভোটে নিরঙ্কুশ ভাবে জিতেও আচমকা পদত্যাগ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Maharashtra Assembly Results 2024: মহারাষ্ট্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গড়তে চাপে পড়ছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি জোট। এবার একনাথ শিন্ডে নিজের ইস্তফাপত্র জমা দেন।
advertisement
1/6

মহারাষ্ট্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গড়তে চাপে পড়ছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি জোট। ২৮৮টি আসনে ভোটে লড়ে ২৩০টি আসন পেয়েছে বিজেপি, শিবসেনা এবং এনসিপির জোট।
advertisement
2/6
পাশাপাশি লড়াই করে মাত্র ৪৬টি আসন পেয়ে সম্পূর্ণ কোণঠাসা মহাবিকাশ অঘাড়ী জোট। বিজেপির পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৬টি এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন।
advertisement
3/6
কিন্তু এরকম ফলাফলের পরেও সরকার গড়তে হিমশিম খাচ্ছে মহাজুটি। সরকার গঠনের দাবিও জানায়নি মহাজুটি। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রী পদে কি তাহলে রদবদল হবে?
advertisement
4/6
সরকার গড়তে প্রয়োজন ১৪৫টি আসন। এদিকে বিজেপি একাই ১৩২টি আসন। অর্থাৎ শিবসেনা বা এনসিপি কোনও একটি দলের সাহায্য় ছাড়াও সরকার গড়তে পারবে বিজেপি।
advertisement
5/6
এর মধ্যেই মঙ্গলবার সকালে রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। বদলে তিনি কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।
advertisement
6/6
মঙ্গলবার সকালে একনাথ শিন্ডে, অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবীস রাজ্যপালের কাছে গিয়েছিলেন। সেখানে একনাথ শিন্ডে নিজের ইস্তফাপত্র জমা দেন। প্রতীকী ছবি৷