Mahakumbh last Date: কোটি কোটি মানুষের ভিড়, আরও বাড়ছে মহাকুম্ভের মেয়াদ? স্পষ্ট করে দিলেন প্রয়াগরাজের জেলাশাসক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mahakumbh last Date: এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার।
advertisement
1/6

আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা মহাকুম্ভ ২০২৫-এর। মহাশিবরাত্রি উপলক্ষ্যে ইতিমধ্যে সেখানে কোটি মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই নতুন করে শুরু হয়েছে তোড়জোড়। মহাকুম্ভ মেলা শেষের দিন যা ছিল তাই রয়েছে। তবে এরই মধ্যে মহাকুম্ভ মেলার দিন নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে, এমন খবরে তোলপাড় পড়ে গিয়েছে।
advertisement
2/6
যদিও এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই ধরণের গুজব ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
3/6
তাঁর কথায়, এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। নির্ধারিত দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা। মহাকুম্ভের দিন বৃদ্ধি করার কোনও কথা হয়নি। সরকার এ বিষয়ে কোনও নতুন নির্দেশিকাও জারি করেনি। ফলে এই গুজবে কান না দেওয়া ভাল।
advertisement
4/6
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মহাকুম্ভের মেয়াদ বৃদ্ধি করার দাবি করেছিলেন। আরও বেশি মানুষ যাতে পুণ্যস্নানের সুযোগ পান, সে জন্যই তিনি এই দাবি করেন।
advertisement
5/6
উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, কুম্ভমেলার জন্য আগে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিউটি দেওয়া হয়েছিল। সেই মেয়াদই বৃদ্ধি করে এবার ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। যা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে কি মেয়াদ বাড়ছে কুম্ভের? যদিও সরকারেরই একটা সূত্র বলছে, কুম্ভে বারবার দুর্ঘটনা ঘটছে। তাই কুম্ভ শেষ হওয়ার পরও যাতে আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকে, সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেই কারণে পুলিশের ডিউটির মেয়াদ বাড়ানো হয়েছে।
advertisement
6/6
এখনও পর্যন্ত মহাকুম্ভে কোটি কোটি মানুষ স্নান করেছেন। আরও কোটি কোটি মানুষ মহাকুম্ভে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কুম্ভের মেয়াদ বৃদ্ধি নিয়ে উত্তরপ্রদেশ সরকার নতুন করে কোনও নির্দেশিকা জারি করেনি।