শক্তি বাড়াচ্ছে আমফান, ১৬ মে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় !
- Published by:Elina Datta
Last Updated:
বুলবুলের ক্ষত না মিটতে মিটতেই করোনা পরিস্থিতির মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ৷
advertisement
1/5

করোনার মধ্যেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক ৷ আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’ ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ও সংলগ্ন আন্দামান সাগরেও ঘনীভূত নিম্নচাপ ৷
advertisement
2/5
শনিবার এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়াবিদদের অনুমান ৷ শনিবার বিকেলের দিকে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আমফানের ৷
advertisement
3/5
আপাতত আমফান তেমন শক্তিশালী না হলেও বুধবার থেকেই শক্তি আরও বাড়ানোর সম্ভাবনা ৷ প্রায় দশ দিনেরও বেশি সময় ধরে সাগরে একই জায়গায় থিতু হয়ে শক্তি সঞ্চয় করেই চলেছে এই ঝড়। আমফানের গতিমুখ ও অভিমুখ নিয়ে এখনও ধন্দে রয়েছেন আবহাওয়াবিদরা ৷ আগামী তিনদিনের মধ্যে এটির অবস্থান আরও স্পষ্ট হবে ৷
advertisement
4/5
বুলবুলের পথেই এগোচ্ছে কি আমফান? সকলের মনে এখন এটাই প্রশ্ন ৷ বুলবুলের ক্ষত না মিটতে মিটতেই করোনা পরিস্থিতির মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ সেই দিকে নজর রাখছেন আবহাওয়াবিদ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ৷
advertisement
5/5
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্র, ওড়িশা রাজ্যগুলি সহ বাংলাদেশও এই ঝড়ের অভিমুখের দিকে নজর রেখেছে ৷