TRENDING:

বরফ আর বরফ! তাপমাত্রা ২ ডিগ্রির নীচে, শৈত্যপ্রবাহ ও কুয়াশার জোড়া কামড়ে নাজেহাল ৭ রাজ্য!

Last Updated:
Cold Wave: জম্মু-কাস্মীরে বরফের পুরু চাদর। বেশিরভাগ সময়েই চলছে তুষারপাত। আবার কলকাতায় নিম্নচাপ, তাপমাত্রা বাড়ছে। জেনে নিন দেশের কোথায় কেমন আবহাওয়া। কত নামল পারদ দেশ জুড়ে?
advertisement
1/11
আরও নামছে পারদ! শৈত্যপ্রবাহ ও কুয়াশার জোড়া কামড়ে 'কাহিল' ৭ রাজ্য! সতর্কতা জারি
ভারতে শৈত্যপ্রবাহ: তীব্র শীতে কাঁপছে উত্তর ভারত। দিল্লি থেকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা-পাঞ্জাব এবং ঝাড়খণ্ড পর্যন্ত তাপমাত্রা্র পারদ ক্রমাগত কমছে। ঝাড়খণ্ডের একটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস। জেনে নিন কোথায় কী হাল, কত নামল পারদ দেশ জুড়ে?
advertisement
2/11
জম্মু কাস্মীরে বরফের পুরু চাদর। বেশিরভাগ সময়েই চলছে তুষারপাত। মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। ঠান্ডার কারণে শহরের অনেক জায়গায় এবং উপত্যকার কিছু জায়গায় জল সরবরাহের পাইপলাইনগুলি জমে গেছে।
advertisement
3/11
আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, গুলমার্গেও তাপমাত্রা শূন্যের নীচে। সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। যেখানে পাহালগামে সর্বনিম্ন মাইনাস ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। পাম্পোরের উপকণ্ঠে কোনিবাল উপত্যকায় সবচেয়ে ঠান্ডা দিন ছিল মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/11
কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস, কুপওয়ারা মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং কোকেরনাগে মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত চলছে। আবহাওয়া বিভাগ ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। ২১-২২ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে উপত্যকার উচ্চতর অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
5/11
হিমাচল প্রদেশের স্থানীয় আবহাওয়া অফিস মঙ্গলবার আগামী দুই দিনের জন্য চারটি জেলার নিম্ন পাহাড় ও সমতল ভূমিতে বিচ্ছিন্ন স্থানে শৈত্যপ্রবাহের অবস্থার জন্য 'হলুদ সতর্কতা' জারি করেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, উনা, বিলাসপুর, হামিরপুর এবং মান্ডি জেলার বিচ্ছিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
advertisement
6/11
দিল্লি-পাঞ্জাবের তাপমাত্রা রেকর্ড ভেঙেছে মঙ্গলবার! দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি কম, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস।
advertisement
7/11
ফরিদকোটের পরে, অমৃতসর ছিল পাঞ্জাবের সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস সহ শীতলতম স্থান, যেখানে লুধিয়ানা এবং পাতিয়ালা উভয়েরই সর্বনিম্ন তাপমাত্রা 4.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে, কাঙ্কে রাজ্যের সবচেয়ে ঠান্ডা 2.5 ডিগ্রি সেলসিয়াস। 
advertisement
8/11
যদিও পশ্চিমবঙ্গের ছবিটা উল্টো। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জেরে শীত আছে থমকে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দক্ষিণ বঙ্গে। মাঝ ডিসেম্বরে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
9/11
উইকেন্ডে এবার স্নোফলের পূর্বাভাস! শুক্র অথবা শনিবার ফের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের পূর্বাভাস, তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
10/11
চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ৷
advertisement
11/11
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। কলকাতার শীতে তাই সাময়িক ধাক্কা। দিন ও রাতের তাপমাত্রা আরও বেড়েছে। শহরে শীতের আমেজ ধীরে ধীরে কমবে। কলকাতাতে ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে হাওয়া বদল। পূবালী হাওয়ায় ঢুকবে জলীয় বাষ্প। ফলে আগামিকাল আরও বাড়বে তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/দেশ/
বরফ আর বরফ! তাপমাত্রা ২ ডিগ্রির নীচে, শৈত্যপ্রবাহ ও কুয়াশার জোড়া কামড়ে নাজেহাল ৭ রাজ্য!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল