এয়ারস্ট্রাইকের পরে একমাস সর্বসাধারণকে বিনামূল্যে অটো পরিষেবা, বিগত সাত বছর ধরে গর্ভবতী মহিলাদের থেকে টাকা নেননি
Last Updated:
advertisement
1/6

পুলওয়ামা হামলার পরে চণ্ডীগড়ের একজন অটোচালক শহিদদের শ্রদ্ধাঞ্জলি সরূপ ৷ তিনি জানিয়েছিলেন ভারতীয় সেনা যেদিন বদলা নেবে তিনি একমাস অটো বিনা পয়সায় পরিষেবা দেবেন সাধারণ মানুষকে ৷
advertisement
2/6
অনিল গত বছর ধরে একটি অত্যন্ত ভাল কাজ করে এসেছেন ৷ এলাকার সমস্ত গর্ভবতী মহিলাদের বিনা পয়সায় হাসপাতাল পৌঁছে দেন ৷
advertisement
3/6
গত সাত বছরে অনিল গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার মত মানবিক কাজ করেছেন ৷ অনিল জানিয়েছেন তিনি যে এই পরিষেবা বিনা পয়সায় দিয়ে থাকেন এই খবর অনেকের কাছে নেই তাই অনেকেই তার কাছে আসতেন না ৷
advertisement
4/6
তাঁর এই পরিষেবা যাতে বহু মানুষের কাছে পোঁছে যায় বলে প্ল্যাকার্ড লাগিয়েছেন ৷ সেখানে লেখা আছে গর্ভবতী মহিলাদের থেকে টাকা নেওয়া হয়না ৷
advertisement
5/6
এছাড়াও অর্মিতে কর্মরত জওয়ানদেরও বিনা পয়সায় অটো পরিষেবা দিতেন বিনিময়ে একটি টাকাও নিতেন না ৷ এই ভাল কাজের জন্য অনিল সবার কাছে বাহবা পেয়েছেন ৷
advertisement
6/6
অনিল জানিয়েছেন এই পরিষেবা মূলক কাজ করে মনের শান্তি পান তিনি ৷