TRENDING:

Gold Mine in Bihar : দেশের সবথেকে বড় সোনার খনি আবিষ্কার! বাংলার পাশের রাজ্যে, ভারতের মোট সোনার ৪৪ শতাংশ সেখানে

Last Updated:
Gold Mine In Bihar : ভূতত্ত্ব সর্বেক্ষণ দপ্তর (জিএসআই)-এর সমীক্ষা বলছে, বিহারে দেশের সব থেকে সোনার ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। জামুই জেলায় রয়েছে সেই খনি।
advertisement
1/6
দেশের সবথেকে বড় সোনার খনি আবিষ্কার! বাংলার পাশের রাজ্যে, জানেন কোথায়?
হু হু করে বাড়ছে সোনার দাম। অনেকেই বলছেন, সোনা এবার সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। কথাটা হয়তো ভুল নয়। এভাবেই সোনার দাম বাড়তে থাকলে অনেকেই হয়তো আর সোনা কেনার কথা ভাববেন না।
advertisement
2/6
সোনার দাম বাড়ার মাঝে দেশবাসীর জন্য একটি ভাল খবরও রয়েছে। না, সেটা সোনার দাম নিয়ে নয়। কারণ সোনার দাম কমবে কি না তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যে জানা যাচ্ছে, দেশের সব থেকে বড় সোনার খনি খুঁজে পাওয়া গিয়েছে।
advertisement
3/6
ভূতত্ত্ব সর্বেক্ষণ দপ্তর (জিএসআই)-এর সমীক্ষা বলছে, বিহারে দেশের সব থেকে সোনার ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। জামুই জেলায় রয়েছে সেই খনি।
advertisement
4/6
রিপোর্ট বলছে, সেই খনিতে প্রায় ২২২.৮৮ মিলিয়ন টন সোনাযুক্ত শিলা রয়েছে। তার মধ্যে ধাতব সোনার পরিমাণ হতে পারে ৩৭.৬ টন। অর্থাৎ, দেশে মোট যা সোনা মজুত রয়েছে তার প্রায় ৪৪ শতাংশই নাকি আছে বিহারেই! যা কি না বড় খবর।
advertisement
5/6
খনি অনুসন্ধানের জন্য জিএসআই ও ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি)-এর সঙ্গে সমঝোতা চুক্তি (মউ) স্বাক্ষরিত হতে চলেছে। বিহারের জামুই জেলার করমাটিয়া, ঝাঝা ও সোনো অঞ্চলে প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। কিছু জায়গা জি-টু জরিপের কাজও হতে পারে।
advertisement
6/6
২০২২ সাল নাগাদ নাকি এই খনির খোঁজ পাওয়া যায়। তবে খনন কাজ শুরু হয়নি। এতদিন পর্যন্ত সোনা মজুদের হিসাবে কর্নাটকই ছিল শীর্ষে। হুট্টি ও কোলার গোল্ড ফিল্ডস থেকেই আসে দেশের ৯৯ শতাংশ সোনা। কিন্তু জামুইয়ের এই সোনার ভাণ্ডার বিহারের ভাগ্য বদলে দিতে পারে। সোনা মজুদের দিক থেকে রাজস্থান দ্বিতীয় (২৫ শতাংশ), কর্ণাটক তৃতীয় (২১ শতাংশ)। পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ ৩ শতাংশ।, ঝাড়খণ্ড ২ শতাংশ। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুও রয়েছে তালিকায়।
বাংলা খবর/ছবি/দেশ/
Gold Mine in Bihar : দেশের সবথেকে বড় সোনার খনি আবিষ্কার! বাংলার পাশের রাজ্যে, ভারতের মোট সোনার ৪৪ শতাংশ সেখানে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল