শুরু হয়ে গেল সিভিয়ার সাইক্লোন ‘নিসর্গ’-এর ‘ল্যান্ডফল’, বদল করা হল শ্রমিক স্পেশাল ট্রেনের সময়সূচী
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/9

• শুরু হয়ে গেল সিভিয়ার সাইক্লোন ‘নিসর্গ’-এর ল্যান্ডফল । প্রবল বেগে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। IMD প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছিলেন, দুপুর একটা নাগাদ ল্যান্ডফল শুরু হবে । দুপুর ১'টা থেকে চার'টের মধ্যে মহারাষ্ট্রের হরিহরেশ্বর থেকে দমনের উপকূল ধরে সেটি এগিয়ে যাবে আলিবাগের দিকে । সেই সময় থানে এবং রায়গড় জেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার । ঘড়ি ধরে সেই সময় থেকেই শুরু হয় ল্যান্ডফল ।
advertisement
2/9
• বিপর্যয় মোকাবিলায় মহারাষ্ট্রে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ ৷ বারবারই বলা হচ্ছে ২ দিন বাড়ির বাইরে না বেরতে । বিপর্যয়ের মধ্যে সাবধান থাকতে এ দিন মুম্বই থেকে কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে ।
advertisement
3/9
• ঘূর্ণিঝড় সতর্কতায় বদল হল ট্রেনের সূচিও । শ্রমিক স্পেশাল ট্রেনের সময় বদল করা হল । সকালের বদলে সন্ধেয় ছাড়বে ট্রেন । দেখে নিন কী কী ট্রেনের সূচী বদলালো--
advertisement
4/9
• রাত ৮টায় ছাড়বে LTT-গোরক্ষপুর স্পেশাল । ট্রেনটির ছাড়ার কথা ছিল সকাল ১১.১০-এ ।
advertisement
5/9
• সন্ধে ৬টায় ছাড়বে LTT-তিরুঅনন্তপুরম স্পেশাল । ট্রেনটির ছাড়ার কথা ছিল সকাল ১১.৪০-এ ।
advertisement
6/9
• রাত ৮.৩০-এ ছাড়বে LTT-দ্বারভাঙা স্পেশাল । ট্রেনটির ছাড়ার কথা ছিল দুপুর ১২.১৫-এ ।
advertisement
7/9
• রাত ৯টায় ছাড়বে LTT-বারাণসী স্পেশাল । ট্রেনটির ছাড়ার কথা ছিল দুপুর ১২.৪০-এ ।
advertisement
8/9
• রাত ৮টায় ছাড়বে CSMT-ভূবনেশ্বর স্পেশাল । ট্রেনটির ছাড়ার কথা ছিল দুপুর ৩.০৫-এ ।
advertisement
9/9
• মুম্বই পৌঁছনোর ট্রেনেরও সময় বদল । বিভিন্ন রাজ্য থেকে মুম্বই যাচ্ছে পরিযায়ী ট্রেন । ঘুরছে পটনা, বারাণসী থেকে যাওয়া ট্রেনের রুট । পুণে হয়ে মুম্বই পৌঁছবে তিরুঅনন্তপুরম-LTT স্পেশাল । রুট বদল হওয়ায় ট্রেন দেরিতে ঢুকবে ।