ঠাকুরমশাই চুপ...! বিয়ের মণ্ডপে এমন 'কাণ্ড' শুরু করলেন বর, মুহূর্তে লজ্জায় লাল কনে! নেটপাড়া তোলপাড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kunja Bahadurpur News: রামপুর মণিহরণ থেকে বিবেক কুমারের বরযাত্রী পৌঁছেছিল হরিদ্বারে। আর সেখানেই বিয়ের মণ্ডপে চমকে দেওয়া কাণ্ড করে বসলেন বর বিবেক কুমার।
advertisement
1/11

বিয়ের সিজন শুরু হতেই বিয়েবাড়ির নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হচ্ছে। সেই সব ছবি বা ভিডিও কখনও খুব মজার বা হাস্যরসে পূর্ণ হলেও কোনও কোনওটি আবার চমকে দেওয়ার মতোই।
advertisement
2/11
সম্প্রতি এমনই একটি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। এই বিয়েতে এমন ঘটনা ঘটল যা দেখে সবার চোখ মুহূর্তে ছানাবড়া।
advertisement
3/11
শুধু বরকনের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবই নন, এমনকি চোখ কপালে উঠল ঠাকুর মশাইয়েরও। কী এমন ঘটল এই বিয়ের মণ্ডপে? ইন্টারনেটে তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি।
advertisement
4/11
ঘটনাটি ঘটেছে হরিদ্বারের কুঞ্জ বাহাদুরপুরে। সাম্প্রতিক এই বিয়েতে অতিথিদের রীতিমতো তাজ্জব করে দিলেন বর। সাহারানপুরের রামপুর মনিহারনের এই বিয়েতে বর তাঁর নিজের বিয়ের অনুষ্ঠানে এক বিরাট কাজ করে ফেললেন যা রীতিমতো দৃষ্টান্ত হয়ে গেল সকলের কাছে।
advertisement
5/11
সবাইকে হতবাক করে দিয়ে বিয়েতে এক আশ্চর্যজনক পদক্ষেপ নিলেন বর। নিজেই নিজের বিয়ের বৈদিক মন্ত্র পাঠ করার দায়িত্ব নিলেন বর। এই বেনজির কাজটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
advertisement
6/11
রামপুর মণিহরণ থেকে বিবেক কুমারের বরযাত্রী পৌঁছেছিল হরিদ্বারে। আর সেখানেই বিয়ের মণ্ডপে চমকে দেওয়া কাণ্ড করে বসলেন বর বিবেক কুমার। নিজেই বিয়ের পবিত্র বৈদিক মন্ত্রগুলি পাঠ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিবেক।
advertisement
7/11
বরের এই কাণ্ড দেখে কনে থেকে ঠাকুর মশাই এমনকি অতিথি-অভ্যাগতরাও স্তব্ধ হয়ে গেলেন। মুহূর্তটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ভিডিওতে দেখা যায় বর সাজে বিবেক আত্মবিশ্বাসের সঙ্গে বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করছেন। তিনি বিয়ের অনুষ্ঠান এমনভাবে সম্পন্ন করছেন যা আগে কেউ কখনও দেখেনি।
advertisement
8/11
বর বিবেক জানান, তিনি দীর্ঘ সময় ধরে বৈদিক মন্ত্রগুলি শিখেছেন এবং সেই সূত্রেই আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই নিজের বিয়ের পবিত্র আচার পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
9/11
নিজের বিয়েতে একজন পুরোহিতের ভূমিকা নেওয়ার তাঁর এই সিদ্ধান্ত গোটা গ্রামে চর্চার বিষয় হয়ে উঠেছে। সূত্রের খবর, বিবেক কুমার, গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয়ের একজন বি.ফার্মা ছাত্র। তিনি জানান যে ধর্মীয় আচারের প্রতি তাঁর গভীর আবেগই তাঁকে মন্ত্র শিখতে উৎসাহিত করেছে।
advertisement
10/11
বিবেক বলেন, "মন্ত্রগুলি উচ্চারণ করে, আমি সবাইকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে আমরা যখন আধুনিক শিক্ষা গ্রহণ করি, তখন আমাদের সাংস্কৃতিক শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়"।
advertisement
11/11
বিবেক জানান তাঁর এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সকলের কাছে একটি বার্তা পাঠানো। তাঁর কাজটি নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় অনেক সাধুবাদ পেয়েছে। ভিডিওটি আজকের দ্রুতগতির বিশ্বে ঐতিহ্য সংরক্ষণের এক দৃষ্টান্ত হয়ে থাকবে৷