Water metro: এবার চালু হচ্ছে ওয়াটার মেট্রো! শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়াতেও এই প্রথম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, রোজকার যাতায়াতের জন্য তো বটেই, এই ওয়াটার মেট্রো কেরলে আসা পর্যটকদের কাছেও বড় আকর্ষণ হতে চলেছে৷
advertisement
1/8

কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান সফল হয়েছে৷ এবার ভারতের প্রথম ওয়াটার মেট্রোর শুরু হওয়ার অপেক্ষা৷ মঙ্গলবারই যে পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশে তো বটেই, এটি দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা৷
advertisement
2/8
advertisement
3/8
কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান সফল হয়েছে৷ এবার ভারতের প্রথম ওয়াটার মেট্রোর শুরু হওয়ার অপেক্ষা৷ মঙ্গলবারই যে পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশে তো বটেই, এটি দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা৷
advertisement
4/8
রবিবারই নতুন এই পরিষেবার কথা ট্যুইট করে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তিনি জানিয়েছেন, মূল কোচি শহরের সঙ্গে সংলগ্ন দশটি দ্বীপকে যুক্ত করবে এই মেট্রো পরিষেবা। এই ওয়াটার মেট্রো কেরলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বলেও দাবি তাঁর।
advertisement
5/8
ওয়াটার মেট্রোর বাতানুকূল বোটগুলিতে চেপে শহরের যানজট এড়িয়েই আরামে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন সাধারণ মানুষ। কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রোর জন্য একটি কোচি ওয়ান কার্ড ব্যবহার করলেই হবে৷ ওয়াটার মেট্রোয় চড়ার খরচও সাধারণের আয়ত্তের মধ্যেই।
advertisement
6/8
কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রোর জন্য একটি কোচি ওয়ান কার্ড ব্যবহার করলেই হবে৷ ওয়াটার মেট্রোয় চড়ার খরচও সাধারণের আয়ত্তের মধ্যেই।
advertisement
7/8
এক একটি বোটে অন্তত ৫০ জন যাত্রী যাত্রা করতে পারবেন। মোট ১৫টি রুটে শুরু হচ্ছে এই ওয়াটার মেট্রো৷
advertisement
8/8
কেরলের মুখ্যমন্ত্রীর দাবি, রোজকার যাতায়াতের জন্য তো বটেই, এই ওয়াটার মেট্রো কেরলে আসা পর্যটকদের কাছেও বড় আকর্ষণ হতে চলেছে৷