TRENDING:

Knowledge Story || Indian Railways: 'শতাব্দী', 'দুরন্ত', 'রাজধানী'...! ভারতীয় রেলে ট্রেনের এমন সব নামকরণ কীভাবে হয়েছে জানেন? অধিকাংশই জানেন না আসল কারণ...

Last Updated:
Interesting Facts || Indian Railways: ট্রেনে তো চড়েন, ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনের নামকরণের পিছনে থাকা এই রহস্যের হদিস জানেন না প্রায় ৯০ শতাংশ মানুষ। আপনি কি জানেন সঠিক কারণ?
advertisement
1/7
'শতাব্দী', 'দুরন্ত', 'রাজধানী'.. ভারতীয় রেলে ট্রেনের এমন সব নামকরণ কীভাবে হয়েছে?
ভারতীয় রেল গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় গণ পরিবহণ ব্যবস্থা। ট্রেন হল এমনই এক যান যাতে চলাচলের মাধ্যমে প্রতিদিন লক্ষ kokলক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছন এই দেশে।
advertisement
2/7
কম খরচে, দ্রুত কর্মক্ষেত্র থেকে বাড়ি পৌঁছে যান যাত্রীরা এই ট্রেনে চড়েই। এই দেশে দারুণ জনপ্রিয় এই গণপরিবহণ ব্যবস্থা।
advertisement
3/7
যাত্রীসাধারণের জন্য রেলের পক্ষ থেকে অনেক সুবিধাও দেওয়া হয়। রেল বেশ কিছু কঠোর নিয়ম মেনে এই বিপুল কর্মকাণ্ড পরিচালনা করে।
advertisement
4/7
কিন্তু এই যে বিভিন্ন ট্রেনের নাম -শতাব্দী, দুরন্ত, এগুলি কীভাবে দেওয়া হয় জানেন? আমরা ট্রেনে প্রায় সকলেই চড়ি। এমনকি, শতাব্দী বা রাজধানী বা দুরন্তর মতো ট্রেনগুলিতে প্রায় সকলেই কখনও না কখনও যাত্রা করেছেন। কিন্তু এই প্রশ্নের উত্তর জানেন না প্রায় ৯০ শতাংশ মানুষ। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন।
advertisement
5/7
রাজধানী এক্সপ্রেসের নাম থেকেই বোঝা যায়, এই ট্রেন দিল্লি এবং অন্যান্য রাজ্যের রাজধানীগুলির মধ্যে চলাচল করে। সেই কারণেই এর নামকরণ করা হয়েছে রাজধানী এক্সপ্রেস। এটি দেশ তথা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে অন্যতম। ভারতীয় রেলের অন্যতম স্তম্ভ রাজধানী এক্সপ্রেস।
advertisement
6/7
শতাব্দী এক্সপ্রেস : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১০০ তম জন্মদিনে এই ট্রেন চলাচল শুরু হয়েছিল। সেই কারণে এই নাম। এটি একটি চেয়ার কার ট্রেন। শুধুমাত্র ৪০০ থেকে ৮০০ কিলোমিটারের মধ্যে চালানো হয় ট্রেনটি। জওহরলাল নেহরুর জন্ম শতবর্ষে এই ট্রেন পরিষেবা চালু হয় বলেই নাম হয় শতাব্দী এক্সপ্রেস।
advertisement
7/7
দুরন্ত এক্সপ্রেস: বাংলা ভাষায় দুরন্ত শব্দের অর্থ নিরবচ্ছিন্ন। এর থেকেই বোঝ যায় যে, ট্রেনটি খুব কম স্ট্রেশনে থেমে দ্রুত গতিতে ছুটে চলে। সেই কারণেই ট্রেনটির নামকরণ করা হয়েছে দুরন্ত এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এটি চালু হয়।
বাংলা খবর/ছবি/দেশ/
Knowledge Story || Indian Railways: 'শতাব্দী', 'দুরন্ত', 'রাজধানী'...! ভারতীয় রেলে ট্রেনের এমন সব নামকরণ কীভাবে হয়েছে জানেন? অধিকাংশই জানেন না আসল কারণ...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল