TRENDING:

Kashmir Terrorists Security Clash: কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে ধুন্দুমার এনকাউন্টার...! নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ, পহেলগাঁও হামলার জঙ্গিদের খোঁজে পোস্টার, চিরুনি তল্লাশি

Last Updated:
Kashmir Terrorists Security Clash: গতকালই জম্মু কাশ্মীর পুলিশের তরফে ২০ লক্ষ টাকার পোস্টার দেওয়া হয়েছিল জঙ্গিদের খোঁজে। এরপরেই আজ শুরু হয়েছে এনকাউন্টার। সোপিয়ানের জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর। তাদের খোঁজে জঙ্গলের ভিতরে শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের চিরুনি তল্লাশি।
advertisement
1/8
কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে ধুন্দুমার এনকাউন্টার...! নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ
ভারত-পাক সংঘর্ষবিরতির মধ্যেই জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় শুরু হয়েছে পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন। নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু। চলছে কর্ডন অ‍্যান্ড সার্চ অপারেশন।
advertisement
2/8
গতকালই জম্মু কাশ্মীর পুলিশের তরফে ২০ লক্ষ টাকার পোস্টার দেওয়া হয়েছিল জঙ্গিদের খোঁজে। এরপরেই আজ শুরু হয়েছে এনকাউন্টার। সোপিয়ানের জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর। তাদের খোঁজে জঙ্গলের ভিতরে শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের চিরুনি তল্লাশি।
advertisement
3/8
সূত্রের খবর, সোপিয়ান জেলায় বর্তমানে নিরাপত্তা বাহিনী এবং আনুমানিক চারজন জঙ্গির মধ্যে লাগাতার বন্দুকযুদ্ধ চলছে। সংঘর্ষটি প্রথমে পার্শ্ববর্তী কুলগাম জেলায় শুরু হয়েছিল, তারপর সন্ত্রাসবাদীরা সোপিয়ানের দিকে এগোতে থাকে।
advertisement
4/8
ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর যৌথ দলগুলি জঙ্গি নির্মূল করতে বদ্ধপরিকর। লক্ষ্যে অবিচল রক্ষীবাহিনী কোনও কসুর ছাড়তে নারাজ। 'অপারেশন সিঁদুরের' পর এটিই সন্ত্রাসবাদী-নিরাপত্তারক্ষীদের মধ্যে প্রথম বড় সংঘর্ষ।
advertisement
5/8
সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জামপাথ্রিতে যৌথ বাহিনী ও জঙ্গি গোষ্ঠীদের পরস্পরের মধ্যে চলছে এলোপাথাড়ি গুলি বিনিময়। আজ, মঙ্গলবার সোপিয়ানের অনেক এলাকায় পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের নাম করে পোস্টার লাগানো হয়।
advertisement
6/8
সন্ত্রাসবাদীদের তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করা হয়েছে। পহেলগাঁও হামলায় নিরীহ পর্যটকদের খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন পাকিস্তানি সন্ত্রাসবাদীর সন্ধানে সেনাবাহিনী তৎপরতা জোরদার করেছে। চলছে তল্লাশি।
advertisement
7/8
গত ২২ এপ্রিল ভয়াবহ হামলায় কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জন নিরপরাধ নাগরিককে নির্মমভাবে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রতিক্রিয়ায় 'অপারেশন সিঁদুর' অভিযান করে ভারত। পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে চলে ভারতের বিমান হানা।
advertisement
8/8
একটি শক্তিশালী সতর্কবার্তা জারি করে ভারত জানিয়েছে ভবিষ্যতে যে কোনও জঙ্গি হামলাকে যুদ্ধের সমান হিসাবে বিবেচনা করা হবে এবং তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Kashmir Terrorists Security Clash: কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে ধুন্দুমার এনকাউন্টার...! নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষ, পহেলগাঁও হামলার জঙ্গিদের খোঁজে পোস্টার, চিরুনি তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল