করুণানিধি স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, কাবেরী হাসপাতালের বাইরে সমর্থকদের ভিড়
Last Updated:
advertisement
1/10

চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি ডিএমকে প্রধান এম করুণানিধি অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে দেখতে সোমবার চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং উপ–মুখ্যমন্ত্রী ও পনিরসিলভম। (Image: News18)
advertisement
2/10
করুণানিধির সুস্থ শরীরের জন্য চেন্নাইয়ের কাবেরি হাসপাতালের বাইরে ডিএমকে সমর্থকরা এসে ভিড় জমিয়েছে (Image: News18)
advertisement
3/10
এম করুণানিধির ছেলে তথা ডিএমকের ভারপ্রাপ্ত প্রধান এমকে স্টালিনের অনুরোধ সত্ত্বেও সমর্থকরা হাসপাতাল থেকে সরতে চায়নি। (Image: News18)
advertisement
4/10
কোনও ধরনের ঝামেলা এড়াতে একশোরও বেশি পুলিস মোতায়েন করা হয় হাসপাতাল চত্ত্বরে। (image: News18)
advertisement
5/10
সবারই মুখে একটাই স্লোগান কালাইগনার দীর্ঘজীবী হোন। (Image: News18)
advertisement
6/10
৯৫ বছরের ডিএমকে প্রধান এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। (Image: News18)
advertisement
7/10
তাঁকে দেখতে সোমবার চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে যান যোগী বাসুদেব ৷ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি ৷ (Image: News18)
advertisement
8/10
তাঁকে দেখতে হাসপাতালে আসেন উপ–রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও। (Image: DMK)
advertisement
9/10
রবিবার দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক নেতা দেখা করতে আসেন করুণানিধি-পুত্র স্তালিনের সঙ্গে। (Image: News18)
advertisement
10/10
তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে গত একবছরে এই অসুস্থতার কারণে একমাত্র দলীয় দপ্তর ছাড়া আর কোথাও তিনি যেতেন না। (Image: News18)